ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জীবন্ত ওষুধ

প্রকাশিত: ০৫:৩৫, ২৬ জানুয়ারি ২০১৯

জীবন্ত ওষুধ

একদল মার্কিন গবেষক প্রথমবারের মতো জীবন্ত ওষুধ তৈরি করেছেন। যুগান্তকারী এই জেনেটিক্যালি মডিফায়েড ব্যাকটেরিয়া শরীর থেকে টক্সিন বের করে দিয়ে লিভার ও পাকস্থলীর রোগ সারিয়ে তুলবে। আমাদের শরীরে সব সময় যেসব টক্সিন বা ক্ষতিকর উপাদান ঢুকছে, অন্ত্র থেকে সেসব উপাদান বাইরে বের করে লিভার ও পাকস্থলীর রোগ সারাতে এই ওষুধ কাজ করবে। গবেষকরা নতুন এই ব্যাকটেরিয়ার মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত এ্যামোনিয়া দূর করার যুগান্তকারী উপায় উদ্ভাবন করেছেন। শরীরে অতিরিক্ত এ্যামোনিয়া থাকলে তা লিভার ড্যামেজসহ বিরল সব জেনেটিক ডিজঅর্ডার তৈরি করতে পারে। আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অঙ্গ সংগঠন সিলোজিক নতুন এই ব্যাকটেরিয়া উদ্ভাবন করেছেন। এটির নাম এসওয়াইএনবি ১০২০। ইঁদুরের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, নতুন এই ব্যাকটেরিয়া তাদের শরীর থেকে অতিরিক্ত এ্যামোনিয়া দূর করতে সক্ষম। এছাড়া সুস্থ মানুষদের ওপর ছোট একটি গবেষণায় দেখা গেছে, ব্যাকটেরিয়াটি ঠিক মতো কাজ করেছে এবং এই ‘জীবন্ত ওষুধ’ গ্রহণ করা নিরাপদ। -সিএনএন অবলম্বনে।
×