ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শীতের সকালে বকুলতলায় রস উৎসব

প্রকাশিত: ০৫:৩৪, ২৬ জানুয়ারি ২০১৯

 শীতের সকালে  বকুলতলায়  রস উৎসব

স্টাফ রিপোর্টার ॥ আগেই বিগত হয়েছে পৌষ। চলছে এখন শীত ঋতুর অপর মাঘ। মাঘের শীতে বাঘ পালানোর প্রবাদ থাকলেও কমে গেছে শীতের তীব্রতা। তবে শুক্রবারের শীতের সকালটা ছিল কুয়াশামাখা। সেই সকালে খই, মুড়ি আর পিঠার সঙ্গে খেজুরের রসে মেতেছিল নাগরিক মন। বিগত কয়েক বছর ধরে কংক্রিটের শহর ঢাকায় গ্রাম বাংলার আবহমান সংস্কৃতির ঐতিহ্য অনুসরণ করছে সাংস্কৃতিক সংগঠন রঙ্গে ভরা বঙ্গ। সেই ধারাবাহিকতায় শুক্রবার সংগঠনটির আয়োজনে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হলো রস উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসে রস আস্বাদনের চমৎকার এ আয়োজন। যার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। রঙ্গে ভরা বঙ্গর সভাপতি অধ্যাপক হায়াৎ মামুদের সভাপতিত্বে অতিথি হয়ে এসেছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, বাংলা একাডেমির ফোকলোর বিভাগের সাবেক পরিচালক শাহিদা খাতুন ও বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউডা’র চারুকলা বিভাগের অধ্যাপক আলাউদ্দিন আলী। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, একটি জাতি যখন উৎস সন্ধানে শেকড়ে যায়, তখনই বোঝা যায়, সে জাতি কতটা সমৃদ্ধ। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে আমরা আমদের শেকড়ে পথে যাত্রা করি। আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুজ্জীবিত করা জরুরী। নিসার হোসেন বলেন, রসিক, রসালু, রসপ্রিয়- বহু শব্দ জড়িয়ে আছে বাঙালীর নামের সঙ্গে। রসের সঙ্গে যেন এক গভীর সম্পর্ক আমাদের। রস নিয়েই আমাদের যত চর্চা। উৎসবে খেজুরের রস, খেজুরের গুড় আর খৈ-মুড়িতে অতিথিদের আপ্যায়ন করা হয়। আর সবশেষে ছিল খেজুরের রসে গলা ভেজানোর আয়োজন। রসনাবিলাশ শেষে তৃপ্তি ঢেঁকুর তুলতে তুলতে আগত দর্শকরা উপভোগ করেছেন টাঙ্গাইলের অর্জুনার খোকাম-লের নাচারির দল পরিবেশনায় মনসামঙ্গলের বেহুলার ভাসানের অংশটুকু।
×