ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদার মুক্তির দাবিতে রিজভীর ঝটিকা মিছিল

প্রকাশিত: ০৫:৩৪, ২৬ জানুয়ারি ২০১৯

 খালেদার মুক্তির  দাবিতে রিজভীর  ঝটিকা মিছিল

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে এলিফ্যান্ট রোডে ক’জন বিএনপি কর্মীকে নিয়ে তিনি মাত্র কয়েক মিনিট মিছিল করেন। এরপর পুলিশের হাতে গ্রেফতারের ভয়ে দ্রুত সটকে পড়েন। উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যাওয়ার পর মাঝেমধ্যেই তার মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে আসছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়া কারাবন্দী হওয়ার আগে থেকেই রিজভী নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সার্বক্ষণিক অবস্থান করেন। নিজের বাসায়ও যান না তিনি। তবে মাঝেমধ্যে হঠাৎ কিছু কর্মীকে রাজধানীর কোন একটি এলাকায় গিয়ে কয়েক মিনিটের জন্য ঝটিকা মিছিল করে আবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ফিরে আসেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রুহুল কবির রিজভীর নেতৃত্বে শুক্রবার দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মিছিলকারীদের স্লোগান ছিল ‘খালেদা জিয়া জেলে কেন, শেখ হাসিনা জবাব চাই’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’।
×