ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিসবেন টেস্টে চাপে শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৪:২৬, ২৬ জানুয়ারি ২০১৯

 ব্রিসবেন টেস্টে চাপে শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিসবেন টেস্টের দ্বিতীয়দিনে প্রথম ইনিংসে ৩২৩ রানে অলআউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আর শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল ১৪৪। ১ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ১৭। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ১৭৯ রানের। ইনিংস পরাজয় এড়াতে দীনেশ চান্দিমালের শ্রীলঙ্কার চাই আরও ১৬২ রান। ২ উইকেটে ৭২ রান নিয়ে শুক্রবার দিন শুরু করে অস্ট্রেলিয়া আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে হারায় শুরুতেই। ৮২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা দলকে এগিয়ে নেন মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। পঞ্চম উইকেটে ১৬৬ রানের জুটি গড়েন দু’জন। নিজের আগের তিন টেস্টে লাবুশেনের সর্বোচ্চ ছিল ৪৩। এবার প্রথম ফিফটি করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু তাকে থামান স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা। লাবুশেনের ১৫০ বলে ৮১ রানের ইনিংসে চার মাত্র তিনটি। নিজের আগের সেরা ৭২ পেরিয়ে যান হেডও। তবে সপ্তম টেস্ট খেলতে নামা ব্যাটসম্যান পাননি প্রত্যাশিত সেঞ্চুরির দেখা। চতুর্থ টেস্ট ফিফটিতে আউট হয়ে যান ৮৪ রানে। এই জুটি ভাঙ্গার পর আর খুব বেশিদূর এগোতে পারেনি অস্ট্রেলিয়া। অভিষিক্ত কার্টিস প্যাটারসনের সম্ভাবনাময় ইনিংস থামে ৩০ রানে। দশে নেমে মিচেল স্টার্ক করেন ২৫ বলে ২৬। অস্ট্রেলিয়া ৫১ রানে হারায় শেষ ৫ উইকেট। তবে ততক্ষণে অস্ট্রেলিয়া পেয়ে গেছে বিশাল লিড। দিনের শেষ সময়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দিনের শেষ বলে হারিয়েছে অন্যতম ব্যাটিং স্তম্ভ দিমুথ করুনারতেœকে। হেড ৮৪ আর লাবুশেন ৮১- অবিশ্বাস্য হলেও সত্যি, চলতি অস্ট্রেলিয়ান গ্রীষ্মে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এই দুটি। এর আগে আশি ছুঁতে পারেননি কেউই। টেস্ট ক্রিকেটে এখনও নবীন এই দু’জনের ব্যাটেই অস্ট্রেলিয়া পেল বড় লিড। লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমল নিয়েছেন ৫ উইকেট। তবে লাবুশেন ও হেড জুটির দৃঢ়তায় সিরিজের প্রথম টেস্টে টিম পেইনের অস্ট্রেলিয়া অনেকটাই এগিয়ে।
×