ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন প্রতিভা খুঁজছেন জেমি ডে

প্রকাশিত: ০৪:২৫, ২৬ জানুয়ারি ২০১৯

 নতুন প্রতিভা খুঁজছেন জেমি ডে

স্পোর্টস রিপোর্টার ॥ দেখছেন প্রিমিয়ার লীগ ফুটবল, আদতে কম্বোডিয়া ম্যাচের ভাবনা জেমি ডে’র মাথায়। লীগে খেলোয়াড়দের পারফর্মেন্স দেখে জাতীয় দলের জন্য ছক কষছেন লাল-সবুজ দলের ব্রিটিশ কোচ। প্রিমিয়ার লীগকে তরুণদের জন্য সুযোগ হিসেবে দেখছেন জেমি ডে। ভাল খেলোয়াড় তুলে আনতে আরও মানসম্পন্ন মাঠ তৈরির তাগিদ কোচের। ঘরোয়া নির্জীব ফুটবলে নতুন প্রাণ প্রিমিয়ার লীগের হোম এ্যান্ড এ্যাওয়ে ফরমেট। খুলে দিয়েছে সম্ভাবনা। নীলফামারী-ময়মনসিংহ-নোয়াখালী। ফুটবলের টানে দর্শকরা জড়ো হচ্ছেন ভেন্যুগুলোতে। খেলোয়াড়দের পারফর্মেন্স দেখতে বিভিন্ন ভেন্যুতে ঘুরে বেড়াচ্ছেন জেমি। খেলা দেখার পাশাপাশি চোখ রেখেছেন ভেন্যু-গ্রাউন্ড সুযোগ-সুবিধায়। ভাল খেলোয়াড় গড়ে তুলতে আরও বেশি মানসম্পন্ন গ্রাউন্ডের তাগিদ বাংলাদেশ কোচের। জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে বলেন, ‘প্রিমিয়ার লীগ ফুটবল দেখতে দেশের বিভিন্ন গ্রাউন্ডে ঘুরে বেড়াচ্ছি। খেলোয়াড়দের পাশাপাশি গ্রাউন্ডগুলোও পর্যবেক্ষণ করছি। আমি মনে করিÑ ভাল গ্রাউন্ড থাকলে খেলার মান বাড়ে, ভাল খেলোয়াড় উঠে আসার সম্ভাবনা বাড়ে।’ কম্বোডিয়া ম্যাচের প্রাথমিক রণকৌশল তৈরি হচ্ছে প্রিমিয়ার লীগে। এরই মধ্যে কয়েকজন খেলোয়াড় ধরা পড়েছেন জেমির রাডারে। জেমি আরও বলেন, ‘জাতীয় ফুটবল দল নির্বাচনের প্রক্রিয়াটি একদম স্বচ্ছ। নতুনদের জন্য এরচেয়ে ভাল সুযোগ আর হতে পারে না। যারা জাতীয় দলের হয়ে খেলতে চায়, তাদের পরামর্শ দেব এখানে ভাল করে দেখানোর জন্য। কয়েকজন খেলোয়াড়ের খেলা আলাদাভাবে ভাল লেগেছে। পরবর্তী কটা দিন পর্যবেক্ষণে মনোযোগ দেব। এর ভিত্তিতেই তৈরি হবে কম্বোডিয়া ম্যাচের দল। উল্লেখ্য, আগামী ৯ মার্চ কম্বোডিয়াতে ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা।
×