ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিএইচডি ডিগ্রীধারী প্রথম নারী এ্যাথলেট সালমা আরজু

প্রকাশিত: ০৪:২৫, ২৬ জানুয়ারি ২০১৯

 পিএইচডি ডিগ্রীধারী প্রথম নারী এ্যাথলেট সালমা আরজু

স্পোর্টস রিপোর্টার ॥ শারীরিক শিক্ষা বিষয়ে পিএইচডি ডিগ্রীধারী বাংলাদেশের প্রথম এ্যাথলেট ডক্টর সালমা আরজু। শিক্ষা জীবনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা এ্যাথলেট। ট্র্যাক এ্যান্ড ফিল্ডই ছিল তার প্রিয় খেলা। মাঠের এই মানুষটি খেলোয়াড়ী জীবনে ১০০ মিটার, ২০০ মিটার, হাইজাম্প এবং লংজাম্পে দেখিয়েছেন শ্রেষ্ঠত্ব, দাপিয়ে বেরিয়েছেন মাঠ থেকে মাঠে। ছোটবেলা থেকেই খেলার প্রতি ছিল সালমা আরজুর অপার ভালবাসা। তাতে স্কুল-কলেজে ট্র্যাক এ্যান্ড ফিল্ডে বরাবর চ্যাম্পিয়ন স্থানটি ধরে রাখেন তিনি। সে সময় উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রতিটি প্রতিযোগিতায় তিনি ছিলেন সবার শীর্ষে। বাগেরহাটে জন্ম নেয়া এই ক্রীড়াবিদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে উপ-পরিচালকের দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হওয়ার পর থেকে শামসুন নাহার হল এ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন স্থানটি ২০০০ সাল পর্যন্ত দখলে রাখেন ডক্টর সালমা আরজু। নিজেকে তুলে ধরেন অনন্য উচ্চতায়। এরই মাঝে ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা ক্রীড়াবিদ হিসেবে ৪১তম সমাবর্তনে তৎকালীন রাষ্ট্রপতির কাছ থেকে সুলতানা কামাল পদক পান। এছাড়া ১৯৯৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত শামসুন নাহার হল ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অবদানের জন্য হলের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেও ডক্টর সালমা আরজু পদক গ্রহণ করেন।
×