ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩২ বছর আগের রেকর্ড ভাঙ্গলেন জহির

প্রকাশিত: ০৪:২৪, ২৬ জানুয়ারি ২০১৯

 ৩২ বছর আগের রেকর্ড ভাঙ্গলেন জহির

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতার দ্বিতীয়দিনে শুক্রবার পুরুষদের ৪০০ মিটার দৌড়ে বিকেএসপির জহির রায়হান ৩২ বছরের রেকর্ড ভেঙ্গে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর দৌড়বিদ সুমি আক্তার একাই জিতেছেন তিনটি স্বর্ণপদক। শুক্রবার পর্যন্ত পদক তালিকার শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী। তারা জিতেছে ১০ স্বর্ণ, ১৩ রৌপ্য এবং ৫ তাম্রপদক। ৯ স্বর্ণ, ৮ রৌপ্য এবং ১৩ তাম্রপদক নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ সেনাবাহিনী। ২ স্বর্ণ, ১ রৌপ্য এবং ১ তাম্রপদক নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ জেল। ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে মিলজার হোসেনের ৪০০ মিটারে (৪৭.৫৫ সেকেন্ড) টাইমিং ভেঙ্গে ৩২ বছর পর মিলজারের চোখের সামনেই নতুন জাতীয় রেকর্ড গড়েন বিকেএসপি জহির রায়হান (৪৬.৮৬ সেকেন্ড)। সেনাবাহিনীর দৌড়বিদ সুমি আক্তার গত সামার এ্যাথলেটিক্সে একাই জিতেছিলেন ৪ সোনা। এবার ছাড়িয়ে যেতে চান সেই সাফল্যকে। সেই লক্ষ্যে অনেকদূর এগিয়ে গেছেন তিনি। শুক্রবারই জিতে নিয়েছেন তিন স্বর্ণ। মহিলাদের ৪০০ মিটারে (৫৭.৬৪ সেকেন্ড), ১৫০০ মিটারে (৫ মিনিট ১১.৯০ সেকেন্ড) এবং ৩০০০ মিটারে (১১ মিনিট ১২.২০ সেকেন্ড) প্রতিটিতেই অন্যদের পেছনে ফেলে সেরা হন তিনি। আজ শনিবার আরও দুটি ইভেন্ট আছে তার। এগুলোতেও চান জিততে। এছাড়া মহিলাদের ১০০ মিটার হার্ডলসে বরাবরের মতোই শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন সুমিতা রানী। বাংলাদেশ জেলের তারকা এই স্প্রিন্টার এই ইভেন্টে জাতীয় পর্যায়ে নিজের পঞ্চদশ স্বর্ণ জিততে সময় নেন ১৫.০০ সেকেন্ড। তবে মহিলাদের ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে সুমিতার দল তাম্রপদক জেতে। এছাড়া অন্যান্য ইভেন্টে স্বর্ণ জেতেন পুরুষদের ১৫০০ মিটার দৌড়ে সেনাবাহিনীর আল-আমিন, পুরুষদের শটপুটে নৌবাহিনীর মোহাম্মদ ইব্রাহিম, মহিলাদের হাইজাম্পে বাংলাদেশ জেলের উম্মে হাফসা রুমকি, মহিলাদের শটপুটে আনসারের শ্রাবণী মল্লিক, পুরুষদের ৫০০০ মিটার দৌড়ে সেনাবাহিনীর আল-আমিন, পুরুষদের হাইজাম্পে নৌবাহিনীর মাহফুজুর রহমান, পুরুষদের ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে নৌবাহিনীর রাকিবুল হাসান, সাইফুল ইসমাইল খান, মেজবাহ আহমেদ এবং মোহাম্মদ ইসমাইল, মহিলাদের ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে নৌবাহিনীর সোহাগী আক্তার, শিরিন আক্তার, আইরিন আক্তার এবং তামান্না, পুরুষদের ম্যারাথনে সেনাবাহিনীর ফিরোজ খান, মহিলাদের লংজাম্পে নৌবাহিনীর রিংকি খাতুন, পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সেনাবাহিনীর মোঃ মনিরুজ্জামান, পুরুষদের হ্যামার থ্রোয়ে নৌবাহিনীর মাহফুজ হাসান, পুরুষদের ১১০ মিটার হার্ডলসে সেনাবাহিনীর মির্জা হাসান, পুরুষদের লংজাম্পে নৌবাহিনীর আল-আমিন, মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে সেনাবাহিনীর পাপিয়া আক্তার এবং পুরুষদের ৩০০০ মিটার স্টেপল চেজে নৌবাহিনীর আসিফ বিশ্বাস। আজ শনিবার প্রতিযোগিতার সমাপনী দিন।
×