ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাইনালে চেলসি ম্যানসিটি মহারণ

প্রকাশিত: ০৪:২৪, ২৬ জানুয়ারি ২০১৯

  ফাইনালে চেলসি ম্যানসিটি মহারণ

স্পোর্টস রিপোর্টার ॥ টাইব্রেকার ভাগ্যে জিতে ইংলিশ লীগ কাপ ফুটবলের ফাইনালে উঠেছে চেলসি। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহ্যাম হটস্পারকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে ব্লুজরা। এর ফলে আগামী ২৪ ফেব্রুয়ারি লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ও চেলসির মধ্যে ফাইনাল মহারণ হবে। এর আগে বার্টন এ্যালবিওনকে হারিয়ে ফাইনাল মঞ্চে উঠেছে পেপ গার্ডিওলার সিটি। টটেনহ্যামকে বিদায় করে সমালোচনার উপযুক্ত জবাব দিয়েছেন চেলসি কোচ মারিসিও সারি। প্রথম লেগে টটেনহ্যামের মাঠে ০-১ গোলে হেরেছিল চেলসি। পরশু রাতে দ্বিতীয় লেগের ৯০ মিনিটের খেলায় ২-১ গোলে হার মানে স্পার্সরা। বিজয়ী দলের হয়ে গোল করেন এনগোলো কন্টে ও ইডেন হ্যাজার্ড। স্পার্সদের হয়ে একটি মাত্র গোল পরিশোধ করেন ফার্নান্ডো লরেন্ট। কিন্তু দুই লেগ মিলিেেয় ২-২ গোলে সমতা বিরাজ করে। এর ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি থেকে গোল করে চেলসির জয় নিশ্চিত করেন উইলিয়ান, সিজার আজপিলিকুয়েটা, জর্জিনহো ও ডেভিড লুইজ। অপরদিকে সফরকারী স্পার্সদের পক্ষে গোল করতে ব্যর্থ হন এরিক ডিয়ের ও লুকাস মৌরা। গত শনিবার আর্সেনালের কাছে ২-০ গোলে হারের পর হ্যাজার্ডের গোল করার দক্ষতা এবং কোচ হিসেবে সারির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল সমালোচকরা। শেষ পর্যন্ত ইনজুরি আক্রান্ত টটেনহ্যামের বিপক্ষে দারুণভাবে দলকে জাগিয়ে তুলতে সক্ষম হন ইতালীয় কোচ। লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচের ২৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করার মধ্য দিয়েই প্রথম লেগে পিছিয়ে পড়া চেলসিকে সমতায় ফিরিয়ে আনেন কন্টে। ৩৮ মিনিটে আজপিলিকুয়েটার যোগান থেকে গোল করে স্বাগতিকদের দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন হ্যাজার্ড। বিরতির পর ৫০ মিনিটে দর্শনীয় হেডে লরেন্ট একটি গোল পরিশোধ করলে ফের লড়াইয়ে ফিরে আসে স্পার্সরা। আগের লেগের জয়ের কারণে সমতায় পৌঁছে যায় ক্লাব দুটি। বাকি সময়ে দু’দল একাধিক সুযোগ নষ্ট করায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
×