ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিশেহারা ইংল্যান্ড

প্রকাশিত: ০৪:২৪, ২৬ জানুয়ারি ২০১৯

 দিশেহারা ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিজটাউনে কেমার রোচের পেস-তান্ডবে বিধ্বস্ত সফরকারী ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ৭৭ রানে। ৬ উইকেটে ১২৭ রান নিয়ে দ্বিতীয়দিন শেষ করা স্বাগতিক ক্যারিবীয়দের এরই মধ্যে লিড ৩৩৯। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২৮৯। বিধ্বংসী রোচ একাই নিয়েছেন ৫ উইকেট। বাকি ৫ উইকেটের দুটি নেন জেসন হোল্ডার ও আলজারি জোসেফের ঝুলিতে। শ্যানন গ্যাব্রিয়েলের শিকার সংখ্যা ১। অর্থাৎ উইন্ডিজ পেসারদের আগুন বোলিংয়ের কোন জবাবই খুঁজে পায়নি জো রুটের দল। ১০ মাস আগে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৮ রানে অলআউট হয়েছিল ইংলিশরা। এর আগে আরও দুইবার ক্যারিবীয় দীপপুঞ্জে এমন ধসের মুখোমুখি হয়েছিল তারা। ১৯৯৪ সালে ত্রিনিদাদে গুটিয়ে গিয়েছিল মাত্র ৪৬ রানে, আর ২০০৯ সালে জ্যামাইকায় ৫১ রানে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে। উদ্বোধনী জুটিতে ২৩ রান তোলে ইংলিশরা। এই রানে ফিরে যান কিয়েটন জেনিংস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ৩৫ রানে দ্বিতীয়, ৪৪ রানে তৃতীয়, ৪৪ রানেই চতুর্থ, ৪৮ রানে পঞ্চম, একই রানে ষষ্ঠ, ৪৯ রানে সপ্তম, ৬১ রানে অষ্টম, ৭৩ রানে নবম ও ৭৭ রানে দশম। ব্যাট হাতে ইংল্যান্ডের জেনিংস (১৭), জনি বেয়ারস্টো (১২), স্যাম কুরান (১৪) ও আদিল রশিদ (১২) রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ ১১ ওভার বল করে ৭টি মেডেনসহ মাত্র ১৭ রান দিয়ে ৫টি উইকেট নেন। জ্যাসন হোল্ডার ও আলঝারি জোসেফ ২টি করে উইকেট নেন। অপর উইকেটটি নেন শ্যানন গ্যাব্রিয়েল। ২১২ রানের লিড নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আবার ব্যাট করতে নামে। ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে দ্বিতীয়দিন শেষ করেছে তারা। তাতে ইংল্যান্ডের বিপক্ষে স্বাগতিকদের লিড হয়েছে ৩৩৯ রানের। ক্রিজে আছেন শেন ডরিচ (২৭) ও অধিনায়ক জেসন হোল্ডার (৭)। তারা দু’জন শুক্রবার তৃতীয়দিনে আবার ব্যাটিংয়ে নামেন। বল হাতে ইংল্যান্ডের মঈন আলী ৩টি, বেন স্টোকস ২টি ও স্যাম কুরান ১টি উইকেট নেন। মোট ১৮ উইকেট পতনের দিনে ওয়েস্ট ইন্ডিজকে চালকের আসনে বসিয়েছেন রোচ। গত এক দশকে ওয়েস্ট ইন্ডিজ এ নিয়ে চারবার প্রতিপক্ষ দলকে বেঁধে ফেলল এক শ’ রানের নিচে। ২০১৭ সাল থেকে হিসেব কষলে ইংল্যান্ড কিন্তু নেমে এসেছে বাংলাদেশের কাতারে। এই সময়ে শুধু এ দুটি দলই দুবার করে গুটিয়ে গেছে এক শ’ রানের নিচে। আর ওয়েস্ট ইন্ডিজ ঠিক এই সময়ে প্রতিপক্ষকে তিনবার এক শ’ রানের নিচের বেঁধে ফেলেছে যা সর্বোচ্চ সংখ্যকবার। রোচ একাই নিয়েছেন ১৭ রানে ৫ উইকেট। আর বাকি তিন পেসারের সম্মিলিত শিকার ৫ উইকেট। মাত্র ৭৭ রানে গুটিয়ে যাওয়ায় ফলোঅনও এড়াতে পারেনি ইংল্যান্ড। ব্রিজটাউনে যা টেস্টে কোন দলের সর্বনিম্ন ইনিংসে অলআউটের লজ্জা। অনেক ইতিহাসের সাক্ষী হয়ে থাকা মাঠ কেনসিংটন ওভালের ৮৯ বছরের পথচলায় সর্বনিম্ন টেস্ট স্কোর এটিই। এক স্পেলেই ৫ উইকেট নিয়ে গত বছর জুলাইয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছিলেন যিনি, সেই রোচ এবারও দুর্দান্ত এক স্পেলে ২৭ বলের মধ্যে ৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ইনংসে তার বোলিং বিশ্লেষণ ১১-৭-১৭-৫, ক্যারিয়ারের তৃতীয়সেরা।
×