ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সহজ গ্রুপে ব্রাজিল আর্জেন্টিনা

প্রকাশিত: ০৪:২৩, ২৬ জানুয়ারি ২০১৯

 সহজ গ্রুপে ব্রাজিল আর্জেন্টিনা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী জুনে ব্রাজিলে বসতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট কোপা আমেরিকা। এবারের ৪৬তম আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে ১২টি দেশ। তিন গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দেশগুলো। শুক্রবার সকালে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ড্রতে সহজ গ্রুপে পড়েছে দুই পরাশক্তি ও জনপ্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু এরচেয়েও বড় প্রশ্ন সামনে এসেছে। আসরে খেলবেন তো দুই বিশ্বসেরা তারকা লিওনেল মেসি ও নেইমার? কোপার ড্র হওয়ার পর এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবলবিশ্বে। সঙ্গত কারণও আছে। মেসি বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনা জাতীয় দলের বাইরে আছেন। এখনও ফেরেননি, ফিরবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা আছে। আর নেইমার পিএসজির হয়ে কাপ দ্য ফ্রান্সের ম্যাচে চোট পেয়েছেন। এখন তাকে অস্ত্রোপচার করাতে হবে। এ কারণে ব্রাজিলের হয়ে নেইমারের খেলা নিয়েও সংশয় আছে। আগামী ১৪ জুন ব্রাজিল-বলিভিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের কোপা আমেরিকা ফুটবলের। ‘এ’ গ্রুপে বলিভিয়া ছাড়াও ব্রাজিলের প্রতিপক্ষ পেরু ও ভেনিজুয়েলা। ‘বি’ গ্রুপে আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার। ‘সি’ গ্রুপে আছে উরুগুয়ে, চিলি, জাপান ও ইকুয়েডর। আসরের ফাইনাল হবে ৭ জুলাই। ঐতিহাসিক এই টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়েছে এশিয়ার দুই দেশ কাতার ও জাপান। তারা অতিথি দল হিসেবে আসরে অংশ নেবে। কোপা আমেরিকায় সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে। ১৫ বার জিতেছে তারা। এর পরেই আর্জেন্টিনা। মেসির দেশ চ্যাম্পিয়ন হয়েছে ১৪ বার। ব্রাজিল আছে তৃতীয় স্থানে। নেইমারের দেশ চ্যাম্পিয়ন আটবার। প্যারাগুয়ে ও পেরু চ্যাম্পিয়ন হয় দুইবার করে। এছাড়া চিলি, কলম্বিয়া ও বলিভিয়া একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছে সর্বশেষ ২০০৭ সালে। এবার ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারে বড় ভরসা নেইমার। কিন্তু দলের অধিনায়ক ইনজুরি আক্রান্ত হওয়ায় চিন্তিত ব্রাজিল কোচ টিটে। ড্র অনুষ্ঠানে সেলেসাও কোচ বলেন, আমি নেইমারকে নিয়ে চিন্তায় আছি। আমি সংবাদ মাধ্যমে চোখ রাখছি। আমার কাছেও একই তথ্য আছে। সত্যিকারের অবস্থা বুঝতে তিনদিন সময় লাগবে। আশাকরি সে ঠিক আছে। টিটে আরও বলেন, খেলোয়াড়দের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখাটা আমার কাজের অংশ। আমি কয়েকজন কোচের সঙ্গে কথা বলব। আর নেইমারের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। আমি আশাকরি, সবকিছু ঠিক আছে। এদিকে অনিশ্চিত হলেও মেসির খেলা নিয়ে আশাবাদী আর্জেন্টিনা। দলটির কোচ লিওনেল স্কালোনি মেসির ফেরা প্রসঙ্গে বলেন, মার্চের আগে আমরা মেসির সঙ্গে কথা বলব। যখন ঠিক সময় আসবে তখনই কথা বলব আমরা। আমি আশাকরি সে আমাদের সঙ্গে থাকবে। কিন্তু তারচেয়েও বড় কথা, আমরা তাকে সুখী দেখতে চাই। আমার মন বলছে তাই। সকল আর্জেন্টাইন অধীর আগ্রহে তার ফিরে আসার জন্য অপেক্ষা করছে। সাবেক তারকা হুয়ান রোমান রিকুয়েলমেও বিশ্বাস করে আর্জেন্টিনার জার্সিতে ফিরবেন মেসি। তিনি বলেন, কোন সন্দেহ নেই, মেসি আবারও দলের হয়ে মাঠে নামবে। দেশটির সাবেক ফরোয়ার্ড কার্লোস তেভেজ বলেন, মেসি দলের প্রাণ। সে ফিরবেই।
×