ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত তিন

প্রকাশিত: ০৪:০৯, ২৬ জানুয়ারি ২০১৯

 নওগাঁয় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ আহত তিন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ জানুয়ারি ॥ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের মাখনা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার বেলা ১১টায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ তিনজন আহত হয়েছে। জানা গেছে, মাখনা গ্রামে জমির মালিক ইংরাজ প্রামাণিক (৭০) ও তার ছেলে মাজেদ প্রামাণিক (৪০) তাদের ১ বিঘা জমিতে রোপণকৃত ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন। এ সময় ছোট ভাই ফয়েজ প্রামাণিক (৫৫) ফয়েজের ছেলে রুবেল প্রামাণিক এবং প্রতিবেশী রফিকুল এসে নিজ জমি দাবি করেন এবং জমিতে কাজ করতে বাধা দেন। এতে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে ইংরাজ প্রামাণিক ও তার ছেলে মাজেদ প্রামাণিককে কোদাল, দা এবং লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। এ সময় তাদের চিৎকারে ইংরেজ প্রামাণিকের বউ মালেকা (৫৫) এগিয়ে এলে তাকেও কোদাল দিয়ে মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। আহত মাজেদ প্রামাণিক জানান, ১ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন থেকে আমাদের চাচা ফয়েজ প্রামাণিকের সঙ্গে বিরোধ চলছে। কিন্তু জমির খতিয়ান অনুয়ায়ী জমির মালিক আমরা। বিভিন্ন সময় তারা আমাদের হুমকি ধামকি দিয়ে আসছিল তাই মীমাংসার জন্য থানায় অভিযোগও করেছি। হঠাৎ আজ জমিতে এসে আমাদের ওপর হামলা করে।
×