ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ

প্রকাশিত: ০৪:০৮, ২৬ জানুয়ারি ২০১৯

 মোরেলগঞ্জে সন্ত্রাসী কর্মকান্ডের  প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে চাঁদাবাজি, জমি দখলসহ নানা ধরনের সন্ত্রাসীমূলক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে চিংড়াখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন নারিকেলবাড়িয়া বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল ‘চিংড়াখালী ইউনিয়নের ভূমিদস্যু, চাঁদাবাজ, মামলাবাজ, বোমাবাজ কালাম ও লুৎফর খাঁর চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর হাত থেকে বাঁচতে মানববন্ধন। ভুক্তভোগীদের পক্ষ হতে এ সময় বক্তৃতা দেন বড়জামুয়া গ্রামের ঝুমুর বেগম, শিক্ষক নুসরাত নাজমীন, শাহানাজ বেগম, কাছিকাটা গ্রামের ইলিয়াস শেখ, জামুয়া গ্রামের কেএম খবির হোসাইন ও চিংড়াখালী গ্রামের জামাল ভুইয়া। বক্তারা বলেন, ঢেপুয়ারপাড় গ্রামের লুৎফর রহমান খান ও তার ভাই কালাম খান বহুদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা খবির হোসাইনের নিকট থেকে চাঁদা নিয়েছে এবং তার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। ইলিয়াস শেখকে মারপিট করেছে। বাড়ির সকল মাল লুটপাট করে নিয়ে গেছে। ৩২টি হাঁস পিটিয়ে মেরে ফেলেছে। শাহনাজ বেগমের জমি জোরপূর্বক দখল করে খাচ্ছে এবং স্কুল-কলেজের ছাত্রীসহ নারীদের পথেঘাটে উত্ত্যক্ত করছে লুৎফর বাহিনীর লোক। মানববন্ধনের পরে বেলা ১২টায় চিংড়াখালী ইউনিয়ন পরিষদে সাংবাদিক সম্মেলন করেন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ। ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী আক্কাস তালুকদার বুলু তার নিজের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন। এতে তিনি বলেছেন, কালাম খাঁ ও লুৎফর খাঁ এলাকায় ভাই-ভাই বাহিনী গড়ে তুলেছে। এ বাহিনী দখল, লুটপাট, চাঁদাবাজি, বোমাবাজিসহ সন্ত্রাসী কাজ করছে। এই বাহিনীর অত্যাচারে বহুলোক গ্রামছাড়া। কেউ মুখ খুলতে সাহস পায় না।
×