ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মান্দায় জালনোট উদ্ধারের ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৪:০৬, ২৬ জানুয়ারি ২০১৯

 মান্দায় জালনোট উদ্ধারের ঘটনায় দুইজনের  বিরুদ্ধে  মামলা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ জানুয়ারি ॥ মান্দায় জনতা ব্যাংক লিমিটেড জোতবাজার শাখা হতে ৪৭ হাজার টাকার জালনোট উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মান্দা থানার উপ-পরিদর্শক আরিফুল ইসলাম বাদী হয়ে আটক শাহিদা বেগম ও তার স্বামী খোদাবক্স মিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার তদন্তভার দেয়া হয়েছে উপ-পরিদর্শক নজরুল ইসলামকে। মান্দা থানা পুলিশ জানান, ধৃত আসামি শাহিদা বেগমের স্বামী খোদাবক্স মিয়া জোতবাজার এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মাদক বিক্রেতা খোদাবক্সের স্ত্রী শাহিদা বেগম বৃহস্পতিবার জোতবাজার জনতা ব্যাংকের মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলার মনতলা এলাকার নাসিমা আক্তার নামে এক নারীর নিকট ২ লাখ টাকা পাঠানোর চেষ্টা করে। এর মধ্যে থেকে ৪৭ হাজার জালনোট উদ্ধারসহ শাহিদা বেগমকে আটক করা হয়। ওসি আরও জানান, ধৃত শাহিদা বেগম হবিগঞ্জ জেলার নাসিমা আক্তারকে কেন এত টাকা পাঠানোর চেষ্টা করেছিল এ বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্তের কাজ শুরু করা হয়েছে।
×