ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপুড়ে সেজে ইয়াবা পাচারের চেষ্টা ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০৪:০৪, ২৬ জানুয়ারি ২০১৯

 সাপুড়ে সেজে ইয়াবা পাচারের চেষ্টা ॥  গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাপুড়ে সেজে বাক্সে ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকা যাওয়ার পথে ধরা পড়েছে এক মাদক কারবারী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ হাজার পিস ইয়াবা। আটক মোঃ আবুল হোসেন (৩৭) ঢাকার সাভারের কাঞ্চনপুর এলাকার আনু মিয়ার পুত্র। শুক্রবার সকালে সিএমপির কর্ণফুলী থানা পুলিশ তাকে আটক করে। পুলিশ জানায়, টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো কমদামে কিনেছিল আবুল হোসেন। তার গন্তব্য ছিল ঢাকার দিকে। সাপ রাখার বাক্সে ইয়াবাগুলো লুকিয়ে রাখে সে। কিন্তু গোপন সূত্রে খবর ছিল ইয়াবা বহনের। সকাল ৯টার দিকে কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের একটি টিম। কর্ণফুলী থানার এসআই মনিরুল ইসলাম জানান, সাপের বাক্সে করে ইয়াবা বহন করা হচ্ছে এমন একটি তথ্য ছিল পুলিশের কাছে। তল্লাশিতে ইয়াবা ট্যাবলেট ছাড়াও সাপের চামড়া, কথিত মন্ত্রের হাঁড় এবং তেলসহ বিভিন্ন জিনিস পাওয়া যায়। আবুল হোসেন প্রথমে নিজকে সাপুড়ে দাবি করে ছেড়ে দেয়ার আকুতি জানালেও সাপের বাক্সের তলা কেটে উদ্ধার করা হয় ৫ হাজার ইয়াবা ট্যাবলেট।
×