ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চিকিৎসা অনুদানের টাকায় ক্যান্সার আক্রান্ত শিশুর কম্বল বিতরণ

প্রকাশিত: ০৪:০২, ২৬ জানুয়ারি ২০১৯

 চিকিৎসা অনুদানের টাকায় ক্যান্সার আক্রান্ত শিশুর কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চিকিৎসার জন্য দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত শান্তনুকে সম্প্রতি দুই লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ১১ বছরের এই শিশুটি সে টাকায় কম্বল কিনে নিজের হাতে বিতরণ করেছে দুস্থদের মাঝে। শরীরে রোগের যন্ত্রণা থাকলেও শীতার্তদের মুখে হাসি দেখে শান্তনুও হেসেছে সুখের হাসি। শান্তনুর পুরো নাম শওকত সারোয়ার জামান শান্তনু। রাজশাহী কলেজিয়েট স্কুলের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র। এছাড়া শেখ রাসেল শিশু পরিষদ গোদাগাড়ী উপজেলা শাখার আহ্বায়ক। তার বাবা মোঃ বদিউজ্জামান উপজেলা আওয়ামী লীগের সভাপতি। শান্তনু অস্টিয়ো সার্কোমা বোন (হাড়) ক্যান্সারে আক্রান্ত। বৃহস্পতিবার বিকেলে গোদাগাড়ীর মেডিক্যাল মোড় এবং ছয়ঘাটি এলাকায় পাঁচ শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করে শান্তনু। ঠিকমতো হাঁটাচলা করতে না পারার কারণে হুইল চেয়ারে বসতে হয় তাকে। তবে কম্বল বিতরণের জন্য শান্তনুকে তার বাবা কোলে করে নিয়ে যান। এ সময় মা এবং বোনসহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। শান্তনুর বাবা বদিউজ্জামান বলেন, ছেলের ইচ্ছাতেই কম্বলগুলো বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য অনুদান দেয়ায় সে কৃতজ্ঞ। কিন্তু তার মাথায় কী যে চিন্তা এল সে কম্বল বিতরণ করতে চাইল। নির্দিষ্ট করে বলেও দিল, অনুদানের টাকাটা দিয়েই কম্বল কিনতে হবে।
×