ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সওজের ৩৩৫ কোটি টাকার উন্নয়ন কাজে দুর্নীতি

প্রকাশিত: ০৪:০০, ২৬ জানুয়ারি ২০১৯

 সওজের ৩৩৫ কোটি টাকার  উন্নয়ন কাজে দুর্নীতি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৫ জানুয়ারি ॥ সড়ক ও জনপথ বিভাগের আওতায় শেরপুর-জামালপুর অংশে ৩৩৫ কোটি টাকা ব্যয়ে ৫৮ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতিসহ হরিলুটের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সাব-কনট্র্যাক্টর ও প্রভাবশালী মহল মিলেই ওই হরিলুটে মেতে উঠেছে। এ নিয়ে সচেতন এলাকাবাসী প্রতিবাদ করায় উল্টো তাদের বিরুদ্ধে পুলিশের কাছে দেয়া হয়েছে চাঁদা দাবির অভিযোগ। অন্যদিকে বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় একটি মধ্যস্বত্বভোগী প্রভাবশালী মহল উঠেপড়ে লেগেছে। বিষয়টি এলাকাসহ খোদ শহরজুড়ে তোলপাড় সৃষ্টি করলেও থামেনি কাজের অনিয়ম। সচেতন মহলের মতে, সড়ক প্রশস্তকরণ কাজের মানের দিকে দ্রুত নজরদারি বৃদ্ধি এবং কোটি কোটি টাকা অনিয়মের রহস্য উদঘাটনে দ্রুত তদন্ত কমিটি করে ব্যবস্থা নেয়া প্রয়োজন। জানা যায়, জামালপুর সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন ২০১৮-১৯ অর্থ বৎসরে ৪টি প্যাকেজে শেরপুর থেকে ধানুয়া-কামালপুর পর্যন্ত সড়কের কাজগুলোর দরপত্র আহ্বান করা হয়। গত বছরের আগস্ট মাস থেকে শেরপুর-ধানুয়া-কামালপুর সড়কের দুপাশ প্রশস্তকরণসহ পুরো রাস্তায় কার্পেটিংয়ের কাজ শুরু হয়। প্রথম অংশে রাজধানী ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এম বিল্ডার্সের বিরুদ্ধে ওই সড়কের শেরপুরের নন্দীরবাজার জিরো পয়েন্ট থেকে চরমুচারিয়া হয়ে ১৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও নির্মাণে হরিলুটের অভিযোগ তুলে স্থানীয় চরমুচারিয়া এলাকাবাসী কাজ বন্ধ করে দেয় তারা। কারণ সড়কের দুপাশের বর্ধিত অংশে নিম্নমানের বালুর সঙ্গে মাটির ব্যবহার, দুই স্তরে পানি না ব্যবহার করে রোলার করে কমপ্যাক্ট করা এবং সাব-বেসে ৬৫% ইটের খোয়া, ৩৫% বালি দেয়ার বদলে ৩৫% খোয়া ব্যবহার করা হয়েছে। ওই ঘটনায় ঠিকাদারের মনোনীত লোকজন শতাধিক এলাকাবাসীর নামে চাঁদাবাজির অভিযোগ করলে সম্প্রতি ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধনও করে ওই এলাকার লোকজন। মানববন্ধনে তারা সড়কটি যথাযথভাবে সম্প্রসারণ ও অনিয়মের প্রতিকার দাবি জানায়। স্থানীয় সূত্রের দাবি, স্থানীয় প্রভাবশালী কয়েকজন ওই সড়ক প্রশস্তকরণ কাজের ঠিকাদারের সঙ্গে সাব-কন্ট্রাক্টে মালামাল ও লেবার সরবরাহ কাজের সঙ্গে যুক্ত হওয়ায় অনিয়মের বিষয়টি ধামাচাপা দিতে নানা অপতৎপরতা শুরু হয়েছে। সরেজমিনে গেলে দেখা যায়, ওই সড়কের শেরপুর অংশের সদর উপজেলার চরমুচারিয়া এলাকায় নিম্নমানের কাজের চিত্র পুরো সড়কজুড়েই। স্থানীয় চরমুচারিয়া এলাকার বাসিন্দা জুলহাস উদ্দিন, মঞ্জুরুল হক, আব্দুর রাজ্জাক ও শরাফত আলী অভিযোগ করে বলেন, রাস্তার সাব-বেসে ৩ স্তরে পানি দিয়ে কমপেক্সন না করায় যে কাজ হয়েছে, বর্ষায় এই রাস্তা টিকবে বলে মনে হয় না। তাই আমরা ঠিকাদারের লোকজনকে নিয়মমতো, ভালভাবে কাজ করার জন্য বলেছি। কিন্তু তারা আমাদের উল্টো হুমকি দেয় এবং এলাকার যেসব শ্রমিক কাজ করত তাদের মজুরি দেয়া বন্ধ করে দেয়। এলাকার লোকজন ওইসবের প্রতিবাদে কাজ বন্ধ করে দিলে উল্টো ঠিাকাদারের লোকজন এলাকাবাসীর বিরুদ্ধে পুলিশের নিকট চাঁদাবাজির অভিযোগ দেয়। পুলিশ তদন্তে এলে আমরা সব তাদের খুলে বলেছি। আমরা এই অনিয়মের প্রতিকার চাই, সড়কের কাজ ভাল হোক, এটা চাই। এদিকে স্থানীয় কয়েকজন সাংবাদিক সরেজমিনে পরিদর্শনকালে সড়কটির কয়েকটি গুরুত্বপূর্ণ অংশে সওজের দায়িত্বরত কার্য-সহকারীর (ওয়ার্ক এসিসস্ট্যান্ট) সামনে গর্ত করে দেখা যায়, খোয়ার পরিবর্তে বালুর পরিমাণ বেশি। তবে সওজের কার্যসহকারী কানু দাস বিষয়টির সদুত্তর দিতে পারেননি। তিনি ওপর মহলে যোগাযোগের কথা বলেন। ঠিকাদারি প্রতিষ্ঠন এম এম বিল্ডার্সের দায়িত্বরত ব্যবস্থাপক সালাহ উদ্দিন সাংবাদিকদের জানান, মূলত কাজের সাব-কন্ট্রাক্ট নিয়ে ঝামেলা হয়েছে, কাজের মান নিয়ে নয়। ওই ঘটনায় এলাকাবাসীকে এম এম বিল্ডার্সের সাব-কন্ট্রাক্টর রিপন নিম্নমানের কাজে বাধা দেয়ার কারণে পিস্তল দেখিয়ে শাসানোর অভিযোগ করে ওই এলাকার সাধারণ মানুষ। তবে সাব-কনট্রাক্টর রিপন পিস্তল দেখানো এবং এলাকার লোকজনকে শাসানোর অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার এসআই রবিউল আলম জানান, ঠিকাদারের লোকজন ও এলাকাবাসীর মধ্যে কিছু ঝামেলা হয়েছিল। পরিদর্শনকালে ঠিকাদারের লোকজন বলেছে, তারা ভালভাবে কাজ করবে। আর এলাকাবাসীও কাজে কোন বাধা দেবে না। এমনভাবেই দুপক্ষের সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ জানান, কাজটির কিছু অংশ শেরপুরের হলেও পুরো কাজটিই সওজের জামালপুর বিভাগের আওতায় হচ্ছে। তবে যতটুকু শুনেছি, মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয়দের সাব-কন্ট্রাক্টের বিষয়াদি নিয়েই ওই সমস্যা হয়েছে। আর সওজের ওই কাজে অনিয়ম-দুর্নীতি প্রসঙ্গে জামালপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয় সমস্যাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। নিয়ম মেনেই বৃহৎ প্রকল্পের কাজটি করা হচ্ছে। যতটুকু দেখা গেছে অনিয়ম পাওয়া যায়নি। তারপরও মানসম্মত কাজ নিশ্চিত করতে তদারকি বাড়ানো হয়েছে।
×