ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকার ডিজিটাল বিলবোর্ডে চোখের ক্ষতি

প্রকাশিত: ০৩:৫৮, ২৬ জানুয়ারি ২০১৯

 ঢাকার  ডিজিটাল বিলবোর্ডে চোখের  ক্ষতি

স্টাফ রিপোর্টার ॥ নতুন নীতিমালা না করেই বিশেষ ক্ষমতায় রাজধানীতে লাগানো হয়েছে ডিজিটাল বিলবোর্ড। তবুও সদুত্তর না দিয়ে এসবের পক্ষে সাফাই গেয়েছেন নগরকর্তারা। ঢাকার দুই সিটির বিভিন্ন সড়কের এসব বিলবোর্ডের উজ্জ্বলতা এত বেশি যে, তা যাতায়াতকারীদের জন্য ক্ষতিকর বলেই মনে করছেন চক্ষু বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা। উন্নত দেশেগুলোতে দুর্ঘটনা এড়াতে নির্দিষ্ট করে দেয়া হয়, ডিজিটাল বিলবোর্ডের আলোর বিকিরণের মাত্রা। সেই সঙ্গে তা বসানো হয়, মূল সড়ক থেকে নির্দিষ্ট দূরত্ব আর উচ্চতা মেপে। কিন্তু দেশে ডিজিটাল বিলবোর্ড বসানোর ক্ষেত্রে নেই এমন কোন লিখিত নিয়ম। ফলে যত্রতত্র বসানো হচ্ছে, বিজ্ঞাপন প্রচারের এ আধুনিক প্রযুক্তি। ঢাকার দুই অংশই ছেয়ে গেছে এমন হাজারো এলইডি বিলবোর্ডে। রাতে যার তীব্র আলোর ঝলকানি, যেন ঝলসে দেয় চোখ। দৃষ্টি বিভ্রমে তৈরি হয় দুর্ঘটনার ঝুঁকি। চক্ষু বিশেষজ্ঞ বলছেন, ডিজিটাল বিলবোর্ডে আলো বিকিরণের যে মাত্রা, তা পথচারীদের চোখের বড় ক্ষতি করতে পারে। সিটি কর্পোরেশনের বিজ্ঞাপন নীতিমালা ২০০৩ অনুযায়ী, ট্রাফিক সেফটি বিঘিœত করা আলোকিত ডিসপ্লে নিষিদ্ধ। ট্রাফিক সিগন্যালের চেয়ে বেশি আলো ছড়ালে, সেটাও নিষিদ্ধ। আর বোর্ডের উচ্চতা হতে হবে কমপক্ষে ৬ মিটার। ডিজিটাল বিলবোর্ড বসানোর সময় তোয়াক্কা করা হয়নি এসব নিয়মের। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এতে সৌন্দর্য্যহানির পাশাপাশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে নগরী। তবে নীতিমালার বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন। তবে জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবেই, বসানো হয়েছে বিলবোর্ডগুলো। সুনির্দিষ্ট নীতিমালা মানলে ডিজিটাল বিলবোর্ড অঘটন বা স্বাস্থ্যহানির কারণ না হয়ে সৌন্দর্য বর্ধক হবে বলেই মনে করেন চালক ও বিশেষজ্ঞরা।
×