ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উপজেলা পরিষদ নির্বাচন

বরিশালে মাঠে সরগরম আওয়ামী লীগ কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ জানুয়ারি ২০১৯

 বরিশালে মাঠে সরগরম আওয়ামী লীগ  কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর পরই ফের সরগরম হয়ে উঠেছে বরিশালের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে ক্ষমতাসীন দল থেকে জেলার দশটি উপজেলায় অর্ধশতাধিক নেতা মনোনয়ন পেতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। তারা নানা তৎপরতার মাধ্যমে কেউ কেউ লবিং শুরু করেছেন হাইকমান্ডের সঙ্গে। তবে উপজেলা নির্বাচনের ব্যাপারে এখনও নীরব বিএনপি নেতারা। তারা অপেক্ষায় রয়েছেন দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর। তবে তৃণমূল বিএনপির অসংখ্য নেতাকর্মী স্থানীয় সরকারের এ নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন। এবারে মনোনয়ন প্রত্যাশীর তালিকায় বরিশাল সদর উপজেলায় আওয়ামী লীগের একাধিক নেতার নাম উঠে এসেছে। এদের মধ্যে আলোচনায় রয়েছেন বর্তমান সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন, চরকাউয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি এবং পর পর দুইবারের নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান রেহানা বেগম। নির্বাচন প্রসঙ্গে সাইদুর রহমান রিন্টু বলেন, ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই ইউনিয়নে আমি পাঁচ বছর কাজ করেছি। নির্বাচিত হয়ে সমস্যা চিহ্নিত করতে আরও বরাদ্দের জন্য আবেদন করতে গিয়েই সময় কেটে গেছে। তাই আমার অসমাপ্ত উন্নয়ন সম্পন্ন করইে আরও পাঁচটি বছর প্রয়োজন। জনগণের প্রতি আমার আস্থা রয়েছে। তারা আমাকে ফের চেয়ারম্যান নির্বাচিত করে এলাকার উন্নয়নের সুযোগ দেবেন। অপরদিকে নারী চেয়ারম্যান প্রার্থী রেহানা বেগম বলেন, আমার জীবনের পুরো সময়টা কেটে গেছে রাজনীতির পাশাপাশি শিক্ষকতার মাধ্যমে মানুষের সেবা করে। দুইবার উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে জনগণের আস্থা অর্জন করেছি। তাই মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিলে আমি তার মর্যাদা রক্ষা করব। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার মধ্যে সবচেয়ে বেশি নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ছে নদীবেষ্টিত মুলাদী উপজেলায়। ওই উপজেলার বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান মিঠু খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী জহির উদ্দিন খসরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মইনুল আহসান সবুজ কাজী, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদ মোস্তাক আহমেদ সেন্টুর বড়ভাই বাংলাদেশ আওয়ামী প্রজন্ম লীগের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান নিলু, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সহসম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক নকীব খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সফিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মজিবর রহমান নলীর পুত্র মশিউর রহমান সুমন, কাজী মইনুল আহসান সবুজ, জাতীয় পার্টির উপজেলা সভাপতি মোঃ হারুন-অর রশিদ খান নির্বাচনী মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। ওই উপজেলার সাধারণ ভোটারদের কাছে নৌকার মাঝি হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন শিক্ষানুরাগী নবীন প্রার্থী জহির উদ্দিন খসরু। এলাকায় একজন স্বচ্ছ রাজনৈতিক কর্মী ও শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে পরিচিত উপজেলার বাটামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুলাদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মাস্টার আব্দুল মালেকের পুত্র জহির উদ্দিন খসরু। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। তিনি ১৯৯০ সালে বাটামারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জহির উদ্দিন খসরু ২০০৬ সালে কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং ২০১২ সাল থেকে কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। জহির উদ্দিন খসরু বলেন, আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। মুলাদী উপজেলার অবহেলিত, বঞ্চিত ও মজলুম মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণবঙ্গের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির অসমাপ্ত উন্নয়ন কাজকে সম্পন্ন করতেই আমি উপজেলা চেয়ারম্যান হয়ে সাধারণ জনগণের সেবক হয়ে থাকতে চাই। গৌরনদী উপজেলায় আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের আলোচনার শীর্ষে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ নেতা শিল্পপতি আলহাজ মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী। নিজস্ব অর্থায়নে একজন দানশীল ব্যক্তি হিসেবে উপজেলার সর্বত্রই তার (ফরহাদ মুন্সী) শক্ত অবস্থান রয়েছে। তিনি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজস্ব তহবিল থেকে শিক্ষা, সামাজিক উন্নয়ন কর্মকা-, ধর্মীয় প্রতিষ্ঠান, দরিদ্রদের আর্থিক সহযোগিতাসহ সব সময় সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে সর্বস্তরের জনসাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর সমর্থন পেয়ে এবার তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হবেন এমনটাই প্রত্যাশা করছেন পুরো উপজেলাবাসী। এ উপজেলায় সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ নেতা এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম দিলীপ। সম্ভ্রাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে কৌশলে মাঠ গোছাচ্ছেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মামুন মোল্লা, খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদ হোসেন হাওলাদার ও আওয়ামী লীগ নেতা প্রণব রঞ্জন দত্ত বাবু। আওয়ামী লীগের সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ভোটারদের আলোচনায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শাহ আলম খানের সহধর্মিণী মাহবুব আরা শাহিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়ার স্ত্রী জিনিয়া আফরোজ হেলেন ও বার্থী ইউনিয়নের সাবেক সদস্য শিপ্রা রানী বিশ্বাস। বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণ করলে গৌরনদী উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মীদের আলোচনায় রয়েছে উপজেলা বিএনপির সহসভাপতি মনজুর হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু ও জেলা উত্তর মহিলা দলের সভাপতি তাসলিমা পারভীন। বাবুগঞ্জ উপজেলার সাধারণ ভোটারদের আলোচনার অগ্রভাগে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন। নারী ভাইস চেয়ারম্যান হিসেবে আলোচনায় রয়েছেন রিফাত জাহান তাপসী। দীর্ঘ ২৭ বছর পর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের পর আগৈলঝাড়ায় উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠ গোছাচ্ছেন-উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মোর্তুজা খান, আওয়ামী লীগ নেতা রুস্তুম সেরনিয়াবাত, উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বঙ্গবন্ধু কেন্দ্রীয় সৈনিক লীগের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি নাজমুল ইসলাম কিরণ সেরনিয়াবাত ও জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট রণজিত কুমার সমদ্দার। তবে দল যাকে মনোনয়ন দেবেন তার হয়েই নির্বাচনী মাঠে কাজ করবেন বলে জানিয়েছেন এ উপজেলার সম্ভাব্য প্রার্থীরা। উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু ভোটারদের জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। একইভাবে বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, হিজলা, বানারীপাড়া ও উজিরপুর উপজেলায়ও বর্তমান ও নতুন সম্ভাব্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান পদের একাধিক প্রার্থী কৌশলে মাঠ গোছাতে ও দলের সিনিয়র নেতাদের সান্নিধ্য পেতে লবিং করে এগিয়ে যাচ্ছেন। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, এখানকার ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা তাকিয়ে আছেন বরিশাল আওয়ামী লীগের অভিভাবক ও জেলা সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর দিকে। উপজেলা নির্বাচন প্রসঙ্গে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন, তাই দলীয় প্রতীকের এ নির্বাচনে প্রার্থী বেশি হওয়াটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, আওয়ামী লীগ লবিং কিংবা তদবির বাণিজ্য করে না। যার যোগ্যতা আছে তাকেই মনোনয়ন দেবে দলীয় ফোরাম। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী বলেছেন, তারা প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করলেও কেন্দ্র থেকে স্থানীয় সরকারের এ নির্বাচনে অংশগ্রহণ করা হবে কিনা তারা সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তারা আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী তাই শেষ পর্যন্ত স্থানীয় সরকারের এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।
×