ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাবির সঙ্গীত উৎসব কাল

প্রকাশিত: ০৩:৫৪, ২৬ জানুয়ারি ২০১৯

 ঢাবির সঙ্গীত উৎসব কাল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ প্রতি বছরের মতো এবারও দু’দিনব্যাপী সঙ্গীত উৎসবের আয়োজন করেছে। ২৭ ও ২৮ জানুয়ারি দুদিন এ উৎসবে দেশী-বিদেশী সঙ্গীত শিল্পী ও সঙ্গীতজ্ঞরা অংশ নেবেন। আগামীকাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, কলা অনুষদের মাননীয় ডিন অধ্যাপক ড. আবু মুহম্মদ দেলোয়ার হসেন, ভারতীয় রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী দাশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এই উৎসবকে আলোকিত করতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত শিল্পী ও শিক্ষক অধ্যাপক অলোক চট্টোপাধ্যায়, অধ্যাপক বিশ্বজিত সাহু, অধ্যাপক শুভায়ু সেন মজুমদার, অরূপ দে এবং স্বাগতা মুখার্জী। শ্রীলঙ্কা থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে আসছেন ড. চিন্তক প্রগীত মেদ্দেগোডা। এছাড়া বাংলাদেশের প্রথিতযশা সঙ্গীতশিল্পীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অসিত রায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. রেজওয়ান আলী, শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অনীল কুমার সাহা, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের অসিত দে, চট্টগ্রামের স্বর্ণময় চক্রবর্তী, শিউলি ভট্টাচার্য, ইউসুফ আলী খান, মুর্তজা কবির খান, ফিরোজ খান প্রমুখ। সঙ্গীত বিভাগের পরিবেশনায় শাস্ত্রীয় সঙ্গীতের নানা ধারার পরিবেশনায় থাকছেন বিভাগের শিক্ষক প্রিয়াঙ্কা গোপ, মোহাম্মদ শোয়েব ও ঋতুপর্ণা চক্রবর্তীসহ দুই শতাধিক শিক্ষার্থী। আগামীকাল ২৭ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা সঙ্গীত হিসেবে বাংলা গান পরিবেশন করবে বিভাগের প্রায় তিনশ’ শিক্ষার্থী।
×