ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে ‘দাতা হাতেম তায়ী’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৩:৫৩, ২৬ জানুয়ারি ২০১৯

 বরিশালে ‘দাতা হাতেম তায়ী’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ‘দাতা হাতেম তায়ী’ যাত্রাপালা মঙ্গলবার রাতে মঞ্চস্থ হয়েছে। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে যাত্রাপালা পরিবেশিত হয়। শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ‘দাতা হাতেম তায়ী’ মঞ্চস্থ করে বরিশাল বিশ্ববিদ্যালয় নাট্যদল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইকবাল আকতার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট এসএম ইকবাল, নাট্যজন সৈয়দ দুলাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর, সাংবাদিক সুশান্ত ঘোষ, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মোঃ হাসানুর রশীদ মাকসুদ প্রমুখ। যাত্রাপালা ‘দাতা হাতেম তায়ী’ রচনা করেছেন মিলন কান্তি দে এবং নির্দেশনায় ছিলেন অনিমেশ সাহা লিটু। নির্দেশনা উপদেষ্টায় ছিলেন এমএ হাদী ও যাত্রা শিল্পী শরীফ ফরহাদ উদ্দিন খোকন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলায় ৬৪টি যাত্রাপালা নির্মাণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে যাত্রাপালা ‘দাতা হাতেম তায়ী’ পরিবেশন করা হয়।
×