ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘শিল্পপ্রভা’র বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা

প্রকাশিত: ০৩:৫৩, ২৬ জানুয়ারি ২০১৯

 ‘শিল্পপ্রভা’র বর্ষপূর্তিতে গুণীজন সংবর্ধনা

সংস্কৃতি ডেস্ক ॥ দেশের চারুকলাবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা শিল্পপ্রভা ৭ম বর্ষে পদার্পণ করেছে। শিল্পী, শিল্পপ্রেমী, কবি-সাহিত্যক, শিল্প-পৃষ্ঠপোষকদের আস্থা অর্জনের ভিতর দিয়ে শিল্পপ্রভা পার করেছে ছয়টি বছর। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের এজ্ গ্যালারিতে সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) আয়োজনে দেশ বরেণ্য শিল্পী, শিল্পসমালোচক, লেখকদের অনন্য একটি মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পপ্রভা ৬ বিশিষ্ট শিল্পীকে শিল্পক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজন সংবর্ধনা ও শিল্প-লেখক সন্মাননা প্রদান করা হয়। দেশের ৫ তরুণ ও বিশিষ্ট শিল্প-সমালোচকদের এ সন্মান জানানো হয়। সন্মাননাপ্রাপ্ত গুণীজনরা হলেন শিল্পী মুস্তফা মনোয়ার, শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, শিল্পী হাশেম খান, শিল্পী রফিকুন্ নবী, শিল্পী মনিরুল ইসলাম, শিল্পী কনক চাঁপা চাকমা, শিল্পী নিসার হোসেন, চিত্র সমালোচক জাহিদ মুস্তাফা, শিল্পী ও চিত্র সমালোচক রশীদ আমিন, চিত্রসমালোচক-গবেষক সিলভিয়া নাজনীন, এবং তরুণ আর্ট কিরেটর কেহকাহ সাবাহ্। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসপিবিএর চেয়ারম্যান এবং শিল্পপ্রভার প্রকাশক অঞ্জন চৌধুরী বলেন, এসপিবিএ সবসময় দেশের শিল্পীদের পাশে থাকবে। বিশেষ করে তরুণ প্রতিভাকে মূল্যায়ণে করা হবে। শিল্পপ্রভার ৭ম বর্ষে পদার্পণ একটি বিশেষ দিন। আজ দেশের গুণি শিল্পীদেরকে সংবর্ধনা দিতে পেরে খুবই আনন্দিত। বাংলাদেশের এই শিল্পী অবদান অপরিসীম, অনন্য। তাঁরা প্রত্যেকেই বিশাল মাপের মানুষ। শিল্পপ্রভা মূলত. শিল্পবিষয়ক পত্রিকা, তরুণ প্রতিভা অন্বেষণ করেই চলেছে শিল্পপ্রভা। সেই সঙ্গে তরুণ শিল্প লেখকদের জন্যও এই পত্রিকা অন্যতম প্লাটফরম । আজ শিল্পপ্রভা তাঁদের লেখকদের সন্মান জানাতে পেরে খুশি বোধ করছি। অনুষ্ঠানে আর্ট সোসাইটি এসপিবিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এলদেম বি কবির তাঁর বক্তব্যে এসপিবিএর নানা কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রতিষ্ঠিত শিল্পী, কবি, চিত্রসমালোচক, বিভিন্নদেশের রাস্ট্রদূত, শিল্পসংগ্রাহক এবং শিল্পপ্রেমীরা।
×