ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবচেয়ে হালকা উপগ্রহ

প্রকাশিত: ০৩:৪৯, ২৬ জানুয়ারি ২০১৯

 সবচেয়ে হালকা উপগ্রহ

বিশ্বের সবচেয়ে হালকা উপগ্রহ কালামস্যাট ভি-২ উৎক্ষেপণ করল ইসরো। বৃহস্পতিবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ওই উপগ্রহটি রওনা দেয়। এর ওজন কাঠের চেয়ারের থেকেও কম বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ১ দশমিক ২৬ কেজির এই উপগ্রহটি তৈরি করেছে চেন্নাইয়ের স্পেশ কিডজ ইন্ডিয়া নামে একটি বেসরকারী সংস্থার ছাত্ররা। উপগ্রহটি নির্মাণ করতে সময় লেগেছে ৬ দিন। তবে পরিকল্পনায় লেগেছে ৬ বছরের পরিশ্রম। -জি নিউজ
×