ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদি তরুণীকে আশ্রয় দিলে আমাদের কেন নয়

প্রকাশিত: ০৩:৪৯, ২৬ জানুয়ারি ২০১৯

 সৌদি তরুণীকে আশ্রয়  দিলে আমাদের  কেন নয়

কানাডার লিম্বোতে গত দুই বছর বসবাস করা এক ইয়েমেনী উদ্বাস্তু অটোয়ার প্রতি তাকে শরণার্থীর মর্যাদা দেয়ার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন। সম্প্রতি সৌদি তরুণী রাহাফ আল-কুনুন কানাডায় শরণার্থীর মর্যাদা পাওয়ার পর তিনি এ দাবি করলেন। আল আরাবিয়া। নাদা আলী নামের ওই তরুণী গত সপ্তায় তার অবস্থা জানিয়ে টুইট করতে শুরু করেন। তিনি বলেন, তিনি তার যুদ্ধবিধ্বস্ত স্বদেশে প্রত্যাবর্তনের ঝুঁকিতে রয়েছেন। ২২ বছর বয়সী ওই তরুণী ২০১৭ সালে তার ছোট বোনের সঙ্গে অবৈধভাবে কানাডায় প্রবেশ করেন। তিনি বলছেন, তারা তখন থেকে আমলাতান্ত্রিক লিম্বোতে আটকে গেছেন। নাদা টুইটারে দেয়া এক আবেগঘন ভিডিওতে বলেন, গত দুই বছর আমরা যে ভোগান্তি সহ্য করেছি সে বিষয়ে আমি বলতে চাই। তিনি বলেন, আমি আমার পিতামাতা থেকে অনেক দূরে। দুই বছর হয়ে গেছে, আমি আমার মাকে জড়িয়ে ধরতে চাই। আমি যা চাই তা হচ্ছে আমার পড়ালেখা সম্পন্ন করার জন্য নিরাপদ জায়গা।
×