ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তাইওয়ান প্রণালীতে ফের মার্কিন যুদ্ধজাহাজ

প্রকাশিত: ০৩:৪৮, ২৬ জানুয়ারি ২০১৯

 তাইওয়ান প্রণালীতে ফের  মার্কিন যুদ্ধজাহাজ

চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই দুটি মার্কিন যুদ্ধজাহাজ ফের তাইওয়ান প্রণালীকে যাত্রাপথ হিসেবে ব্যবহার করেছে। বৃহস্পতিবার জাহাজ দুটি প্রণালীটির উত্তর দিক ধরে অগ্রসর হয় বলে জানিয়েছে তাইওয়ান। আন্তর্জাতিক আইনের বিধি মেনেই যুদ্ধজাহাজগুলো তাইওয়ান প্রণালীতে ঢুকেছে বলেও দাবি তাদের। ইয়াহু নিউজ। দুই মাসের ব্যবধানে ফের তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌযানের উপস্থিতি বেজিংয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে তুলবে বলে ধারণা পর্যবেক্ষকদের। এ ঘটনা তাইওয়ান-চীন সম্পর্ককে আরও তিক্ত করবে এবং ওয়াশিংটন-বেজিং উত্তেজনায় নতুন মাত্রা যোগ হবে। চীন তাইওয়ানকে তার নিজের ভূখ-ের অংশ মনে করে। তাইপের যে কোন ধরনের উস্কানিমূলক আচরণ ঠেকাতে সামরিক শক্তি প্রয়োগে পিছপা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। তাইওয়ানে স্বাধীনতাপন্থী প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন দায়িত্ব নেয়ার পর থেকেই তার প্রশাসনের সঙ্গে বেজিংয়ের টানাপোড়েন প্রকাশ্য হয়েছে। চীন তাইওয়ানকে দখলে নিতে পারে এ শঙ্কায় ওয়াশিংটন বার বারই তাইপের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এরই ধারাবাহিকতায় গত বছর তিনবার কৌশলগত প্রণালীটিতে তিন দফা যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন। যুদ্ধজাহাজ নিয়ে বেজিং তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া দেখায়নি। তবে এর আগেই বৃহস্পতিবার তারা তাইওয়ান ও ফিলিপিন্সের মাঝে অবস্থিত বাশি চ্যানেলে কয়েকটি বোমারু বিমান ও উড়োজাহাজ পাঠায় বলেও অন্য এক বিবৃতিতে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবারও চীনের বোমারু বিমান ওই চ্যানেল দিয়ে উড়ে গেছে বলে জানিয়েছে তারা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানুয়ারির প্রথমদিকে তাইওয়ানকে নিয়ন্ত্রণে নিতে শক্তি প্রয়োগের অধিকার বেজিংয়ের আছে বলে মন্তব্য করেছিলেন। এর প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই দ্বীপরাষ্ট্রটির গণতন্ত্র রক্ষায় আন্তর্জাতিক শক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান। তাইওয়ানের সমর্থনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এশিয়া রিএ্যাসিউরেন্স ইনিশিয়েটিভ এ্যাক্টে স্বাক্ষর করেছেন। এ আইনে তাইওয়ানকে অস্ত্র দেয়ার সুবিধা রাখা হয়েছে।
×