ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদুরোর প্রতি সামরিক বাহিনীর পূর্ণ আনুগত্য

প্রকাশিত: ০৩:৪৬, ২৬ জানুয়ারি ২০১৯

 মাদুরোর প্রতি সামরিক বাহিনীর পূর্ণ আনুগত্য

ভেনিজুয়েলার রাজনৈতিক সঙ্কটে সাম্প্রতিক ঘটনাবলী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য এক প্রচন্ড আঘাত বয়ে এনেছে। এ আঘাত প্রচন্ড হলেও মারাত্মক নয়। এর প্রধান কারণ হচ্ছে, সামরিক বাহিনী এখনও তার পক্ষে রয়েছে। -খবর টাইমস অব ইন্ডিয়া। ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়েইদো নিজেকে দেশের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেয়ার একদিন পর দেশের ন্যাশনাল বলিভ্যানিয়ান আর্মড ফোর্সেস বৃহস্পতিবার মাদুরোর প্রতি তাদের পূর্ণ আনুগত্য পুনর্ব্যক্ত করেছে। সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনো সংবাদ সম্মেলনে এক বিবৃতিতে বামপন্থী নেতা মাদুরোকে বৈধ প্রেসিডেন্ট বলে এবং গুয়েইদোর পদক্ষেপকে এক অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন। পাদরিনোর এ বিবৃতির পর ৮ শীর্ষস্থানীয় জেনারেল রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণায় মাদুরোর প্রতি তাদের পূর্ণ আনুগত্য ও অধীনতা প্রকাশ করেছেন। ভেনিজুয়েলার বিরোধী দল নিয়ন্ত্রিত আইন পরিষদের স্পীকার গুয়েইদোকে (৩৫) বুধবার হাজার হাজার বিক্ষোভকারীর সামনে অস্থায়ী প্রেেিডন্ট হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণা করা হয় যে, ব্যাপক কারচুপি ভোটে মাদুরোর পুনর্নির্বাচন অবৈধ। এ ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশ গুয়েইদোর প্রতি সমর্থন ব্যক্ত করে। কিন্তু তার এ পদক্ষেপে রাষ্ট্রীয় ক্ষমতার ভিত্তির অঙ্কে কোন পরিবর্তন ঘটবে না বলেই বলা যায়। মাদুরো এখনও সেনাবাহিনী ও সুপ্রীমকোর্ট দুটোরই নিয়ন্ত্রণে রয়েছেন এবং ব্যাপক রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কট সমাধানে নেতৃত্ব দিচ্ছেন। যে সকল সৈন্য ও কর্মকর্তারা মাদুরোর প্রতি আনুগত্য প্রত্যাহার করবে তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণার কথা বলেছেন গুয়েইদো। কোন কোন বিশেষজ্ঞ বলেছেন, তিনি সৈন্যদের মধ্যে একটা ভাঙ্গন ধরানোর সুযোগ নিতে পারেন। রাষ্ট্রবিজ্ঞানী লুই সালামনিকা বলেছেন, সামরিক বাহিনীর এ দৃঢ়তায় ভাঙ্গন ধরানো সহজ নয়। তিনি বলেন, মাদুরো সামরিক বাহিনীর ওপর নির্ভরশীল এবং সামরিক বাহিনী তার ওপর নির্ভরশীল। উভয়ের সমৃদ্ধির জন্য এবং এ প্রশাসনের শেষ পর্যন্ত পতন হলে বিচার এড়িয়ে যাওয়ার জন্য দুপক্ষ পরস্পরের ওপর নির্ভরশীল থাকবে। মাদুরো সেনাবাহিনীর বিষয়ে পূর্বসূরি হুদো শ্যাভেজের কৌশল গ্রহণ করেছেন। তিনি সেনাবাহিনীর সুযোগ-সুবিধাও প্রায় দ্বিগুণ করেছেন। শ্যাভেজ নির্বাহী বিভাগে সামরিক বাহিনীর জন্য ২৫ শতাংশ পদ সংরক্ষিত করেন। কিন্তু মাদুরো ওই সংখ্যা বৃদ্ধি করে ৪৪ শতাংশে উন্নীত করেন। যদিও তা পরে নেমে এসেছে ২৬ শতাংশে। এ কথা বলেছে পর্যবেক্ষণ গ্রুপ কন্ট্রোল মিউদাদানো। সংস্থার পরিচালক রসিও যান মিগুয়েল বলেন, জেনারেলরা আজ ভর্তুকির খাদ্য আমদানির মতো বিষয়ে নেতৃত্বস্থানে রয়েছে। এতে দুর্নীতি ও সঙ্কট বাড়ছে। সরকারে ৩২ মন্ত্রীর মধ্যে ৯ জন সেনাবাহিনীর। সামরিক বাহিনী রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএমএ ও গোয়েন্দা সার্ভিসসহ ক্ষমতাশীল প্রতিষ্ঠানগুলোরও নিয়ন্ত্রণে রয়েছে। এ তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে টিভি নেটওয়ার্ক, একটি ব্যাংক, একটি গাড়ি উৎপাদন প্রতিষ্ঠান ও একটি খনি উত্তোলন, তেল ও গ্যাস কোম্পানি। অনেক বিশ্লেষকের মতে, মাদুরো জনগণের কাছে যত অপ্রিয় হবেন সামরিক বাহিনীর ক্ষমতা তত বৃদ্ধি পাবে। প্রেসিডেন্ট সেনাবাহিনীকে দেশের মেরুদন্ড বলে অভিহিত করেছেন। তিনি ন্যাশনাল গার্ড ও দেশের ১৬ লাখ বেসামরিক, আধাসামরিক বাহিনীর সদস্যদের ওপরও ব্যাপকভাবে নির্ভরশীল।
×