ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০১৮ চতুর্থ উষ্ণতম বছর

প্রকাশিত: ০৩:৪৫, ২৬ জানুয়ারি ২০১৯

২০১৮ চতুর্থ  উষ্ণতম বছর

বিশ্বে উষ্ণতার ধারাবাহিক রেকর্ড সংরক্ষণের পর থেকে বিশ্বের সবচেয়ে উষ্ণতার চতুর্থতম বছর ছিল ২০১৮ সাল। যুক্তরাষ্ট্রের গবেষণা গ্রুপ বার্কলে আর্থ বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে এ কথা জানায়। বৈশ্বিক উষ্ণায়নে শিল্পায়নপূর্ব সময় ভিত্তি হিসেবে ধরে উনিশ শতকের দ্বিতীয়ার্ধ ১৮৫০ থেকে ১৯০০ সালের তুলনায় ২০১৮ সালে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ১৬ ডিগ্রী সেলসিয়াস (২ দশমিক ৯ ডিগ্রী ফারেনহাইট)। এএফপি। রিপোর্টে বলা হয়, ২০১৮ সালের তাপমাত্রা ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের চেয়ে কম। তবে ২০১৫ সালের আগে সব বছরের চেয়ে বেশি। উষ্ণতা পর্যবেক্ষণের ইতিহাসে ২০১৬ সাল হচ্ছে সবচেয়ে উষ্ণতার বছর। আবহাওয়ার স্বল্পমেয়াদী প্রাকৃতিক তারতম্যের কারণে ২০১৮ সালের তাপমাত্রা পূর্ববর্তী তিন বছরের চেয়ে সামান্য কম। তবে এই উষ্ণতার প্যাটার্ন দীর্ঘমেয়াদে বৈশ্বিক উষ্ণায়নের দিকে। এদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার তাপমাত্রা ৪৯ ডিগ্রী ছাড়িয়েছে। এ তাপমাত্রা পূর্বের রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রচ- গরমের কারণে বাদুর গাছ থেকে পড়ে যাচ্ছে। হোটেল থেকে মানুষকে বিনামূল্যে বিয়ার খেতে দেয়া হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, অ্যাডেলেইডের উত্তরাঞ্চলে তাপমাত্রা ৪৯ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছেছে। নগরীর ভেতরে তাপমাত্রা ৪৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস যা ১৯৩৯ সালের পূর্ববর্তী রেকর্ড অতিক্রম করেছে। অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের ১৩টির বেশি শহরে এ বছরের তাপমাত্রা পূর্ববর্তী রেকর্ড ছাড়িয়ে গেছে। রাজ্যের স্বাস্থ্য কতর্ৃৃৃপক্ষ বৃহস্পতিবার ভোরে জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় তাপজনিত কারণে ৪৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের জরুরী ভিত্তিতে চিকিৎসা দেয়া হচ্ছে। রাজ্যের জরুরী সংস্থা টুইটারে স্থানীয়দের ‘বয়স্ক ও অসুস্থ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দিকে লক্ষ্য রাখতে ও তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে’ পরামর্শ দিয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ বাদুরের সংস্পর্শে না যাওয়ার জন্য মানুষকে সতর্ক করে দিয়েছে। প্রচন্ড গরমের কারণে পার্কল্যান্ড এলাকাতে গাছ থেকে শত শত বাদুর পড়ে যাচ্ছে। এদিকে হাজার হাজার মানুষ গরম থেকে স্বস্তি পেতে সমুদ্রসৈকতের দিকে ছুটছে। শত শত মানুষ গরমের হাত থেকে রেহাই পেতে শীতাতপ নিয়ন্ত্রিত শপিং সেন্টারে যাচ্ছে। রেল লায়ান হোটেলে লোকজনকে বিনামূল্যে বিয়ার খেতে দেয়া হচ্ছে।
×