ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের উচিত রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করা ॥ ফর্টিফাই রাইটস

প্রকাশিত: ০৭:৫৩, ২৫ জানুয়ারি ২০১৯

ভারতের উচিত রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করা ॥ ফর্টিফাই রাইটস

জনকণ্ঠ ডেস্ক ॥ জোর করে বিতাড়ন নয়, রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা নিশ্চিত করা উচিত ভারতের। বৃহস্পতিবার দেশটির প্রতি এই আহŸান জানিয়েছে দক্ষিণ এশিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটস। খবর ওয়েবসাইটের। স¤প্রতি ত্রিপুরা সীমান্ত থেকে ভারত ৩১ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে। এদের মধ্যে সাত নারী ও ১৭ শিশুকে জামিন দেয়া হলেও তাদের এখনও জেলেই থাকতে হচ্ছে। ওই রোহিঙ্গাদের পক্ষ হয়ে মুচলেকা দেয়ার জন্য কোন জামিনদার এগিয়ে না আসায় এ পরিস্থিতির মধ্যে পড়েছে তারা। এর আগে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ত্রিপুরা সীমান্ত দিয়ে ৩১ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিবি) বাধা দিলে রোহিঙ্গা নাগরিকরা দুদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। চারদিন সেখানেই ছিল তারা। অবশেষে ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে তাদের ৫-৬টি গাড়িতে করে ফিরিয়ে নেয় বিএসএফ। তাদেরও পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম জানান, ২০১৮ সালের মে মাস থেকে এ পর্যন্ত ভারত থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে ১৩০০ রোহিঙ্গা। যদিও ধারণা করা হচ্ছে এই সংখ্যা আরও বেশি হতে পারে।
×