ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় রাজকুমারী জেইদ

প্রকাশিত: ০৭:৫১, ২৫ জানুয়ারি ২০১৯

শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় রাজকুমারী জেইদ

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডব্লিউএফপি) বিশেষ উপদেষ্টা ও জর্ডানের রাজকুমারী সারাহ জেইদ। একই সঙ্গে তিনি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে জোর দিয়েছেন। খবর ওয়েবসাইটের। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে জর্ডানের রাজকুমারী এসব কথা বলেন। স¤প্রতি রাজকুমারী সারাহ জেইদ ছয় দিনের সফরে বাংলাদেশে এসেছেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তিনি। পরে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সারাহ জেইদ। এ সময় তাকে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন সফররত ডবিøউএফপির উপদেষ্টা সারাহ সারাহ জেইদ। রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়ে জোর দেয়ার পাশাপাশি তিনি এ সঙ্কট নিরসনে বহুমুখী ক‚টনীতির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। জর্ডানের রাজকুমারী সারাহ জেইদ ডবিøউএফপির বিশেষ উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন।
×