ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রিজটাউন টেস্ট

এ্যান্ডারসনে বেসামাল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ০৬:৫৯, ২৫ জানুয়ারি ২০১৯

এ্যান্ডারসনে বেসামাল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ ভালই চলছিল সবকিছু। স্টুয়ার্ট ব্রডের অনুপস্থিতিতে স্যাম কুরানের সঙ্গে জেমস এ্যান্ডারসন জুটি বেঁধে আক্রমণ শুরু করলেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা বেশ ভালভাবেই সামলেছেন। ৫৩ রানের উদ্বোধনী জুটিও গড়ে ওঠে। শাই হোপ, রোস্টন চেজরা ফিফটি হাঁকিয়ে দারুন এক অবস্থানে নিয়ে যান স্বাগতিকদের। কিন্তু চিত্র পাল্টে যায় ৮০ ওভার পর দ্বিতীয় নতুন বল এ্যান্ডারসনের হাতে ওঠার পর। শেষ বিকেলে তার করা স্পেলেই ৮ উইকেটে ২৬৪ রান নিয়ে তেমন আনন্দে মাঠ ছাড়তে পারেনি। ব্রিজটাউনে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথমদিন শেষে ক্যারিবীয়রা বড় একটি সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু শেষ বিকেলের স্পেলে এ্যান্ডারসন ৫ ওভারে ৬ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। এতেই উল্টো ইংল্যান্ডের পক্ষেই গেছে দিনটা। ক্যারিবীয়দের আরও এগিয়ে নেয়ার আশা জাগিয়ে রেখে ৫৬ রানে ব্যাট করছেন এখনও শিমরন হেটমায়ার। এ্যান্ডারসনের ৪ উইকেট নেয়াতে ইংলিশদের পক্ষে ব্রড-এ্যান্ডারসন মিলিয়ে ১০০০ উইকেট শিকারের মাইলফলক পার হয়েছে। টস জিতে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যারিবীয়রা। ক্রেইগ ব্রেথওয়েটের সঙ্গে অভিষেক হওয়া ২৫ বছর বয়সী বাঁহাতি ওপেনার জন ক্যাম্পবেল দারুণ ব্যাট করেন। উদ্বোধনী জুটির ৫৩ রান হওয়ার পর তাতে ভাঙ্গন ধরান মঈন আলী। ক্যাম্পবেল মাত্র ৫৩ বলে ৮ চারে ৪৪ রান করার পর এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন। এরপর শাই হোপ-ব্রেথওয়েট জুটি ক্যারিবীয়দের বড় সংগ্রহ গড়ে তোলার ক্ষেত্রে আশার ভিত দেন। তারা ৭৩ রানের বড় একটি জুটি গড়েন। ১৩০ বলে ৪০ রান করার পর বেন স্টোকসের পেসে কুপোকাত হন ব্রেথওয়েট। ফিরতি ওভারে এসে আবার স্টোকস আঘাত হানেন, এবার ফিরিয়ে দেন ড্যারেন ব্রাভোকে (২)। দ্রুত দুটি উইকেট হারিয়ে বেশ দেখে শুনে খেলতে থাকেন হোপ-চেজ। এরপরও জুটিটা ৪৬ রানের চেয়ে বড় হয়নি ফিরতি স্পেলে এসে এ্যান্ডারসন আঘাত হানলে। অর্ধশতক পাওয়া হোপ ১৪৮ বলে ৬ চারে ৫৭ রান করে সাজঘরে ফেরেন। তবে চেজ-হেটমায়ার জুটি এটিকে তেমন গুরুত্ব দেননি। সাবলীলভাবেই খেলতে থাকেন দু’জন। উভয়ে অর্ধশতকও পেয়ে যান। পঞ্চম উইকেটে চেজ-হেটমায়ারের ৬৬ রানের জুটিতে দারুণ একটি দিন পার করার স্বপ্নে বিভোর হয়ে পড়ে ক্যারিবীয়রা। কারণ তখন আর মাত্র ৮ ওভার বাকি দিনের। কিন্তু ওই সময় দ্বিতীয় নতুন বল নিয়ে ইংলিশরা এ্যান্ডারসনকে আক্রমণে আনে। শেষ স্পেলে বোলিং করতে আসার আগে এ পেসারের বোলিং ফিগার ছিল ১৯-১০-২৭-১। কিন্তু এবার তিনি ঝলসে ওঠেন। একে একে ফিরিয়ে দেন ১১৮ বলে ৫৪ করা চেজ, শন ডাওরিচ (০) ও অধিনায়ক জ্যাসন হোল্ডারকে (৫)। ৮২ ওভারে ৪ উইকেটে ২৪০ থেকে ক্যারিবীয় ইনিংসের চেহারা দাঁড়ায় ৮৭ ওভারে ৭ উইকেটে ২৬১! এই ৩ ওভারে ২টি মেডেনসহ ৪ রান দিয়ে ৩ উইকেট নেন এ্যান্ডারসন। পরে স্টোকসও দিনের শেষ ওভারে কেমার রোচকে (০) তুলে নিলে স্বস্তি নিয়েই দিন শেষ করে ইংলিশরা। ৮ উইকেটে ২৬৪ রান নিয়ে দিনটা অতৃপ্তি নিয়েই শেষ করেছে স্বাগতিকরা। এ্যান্ডারসন ২৪ ওভারে ১২ মেডেনসহ ৩৩ রানে ৪টি ও স্টোকস ৩টি উইকেট নিয়েছেন। স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস- ২৬৪/৮; ৮৯.২ ওভার (হোপ ৫৭, হেটমায়ার ৫৬*, রোস্টন ৫৪, ক্যাম্পবেল ৪৪, ব্রেথওয়েট ৪০; এ্যান্ডারসন ৪/৩৩, স্টোকস ৩/৪৭)। * প্রথমদিন শেষে।
×