ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হেরে বিপাকে মেসিহীন বার্সিলোনা

প্রকাশিত: ০৬:৫৬, ২৫ জানুয়ারি ২০১৯

হেরে বিপাকে মেসিহীন বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে আবারও বিপাকে পড়েছে বার্সিলোনা। স্প্যানিশ কোপা ডেল’রে ফুটবলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার মাঠে ২-০ গোলে হেরেছে অতিথি কাতালানরা। এই হারে টানা পঞ্চমবারের মতো শিরোপা জয়ের স্বপ্নে হোঁচট খেয়েছে বার্সিলোনা। বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে বিশ্রাম দেয়া হয় সুপারস্টার মেসিকে। শুধু তাই নয়, দলের আরেক তারকা লুইস সুয়ারেজও মূল একাদশের বাইরে ছিলেন। এই সুযোগ ভালমতোই কাজে লাগিয়েছে সেভিয়া। শেষ আটের প্রথম লেগ জিতে এখন সেমিফাইনালের স্বপ্ন বুনতে শুরু করেছে দলটি। ৩০ জানুয়ারি ন্যুক্যাম্পে অগ্নিপরীক্ষায় মাঠে নামতে হবে আসরের বর্তমান শিরোপাধারী বার্সিলোনাকে। এই ম্যাচে বার্সার জার্সি গায়ে অভিষেক হয়েছে সদ্য ইতালিয়ান ক্লাব সাসসোউলো থেকে ধারে যোগ দেয়া জার্মান এ্যাটাকিং মিডফিল্ডার কেভিন-প্রিন্স বোয়েটেংয়ের। কিন্তু কাতালানদের হয়ে তার শুরুটা হয়েছে হতাশাজনক। গত বছর এই আসরের ফাইনালে সেভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয় করেছিল বার্সিলোনা। ওই ম্যাচে আন্দ্রেস ইনিয়েস্তা দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করেছিলেন। কাতালানদের হয়ে যা ছিল ইনিয়েস্তার শেষ ম্যাচ। এবার সেই সেভিয়ার কাছে হেরে বিপাকে পড়েছে বার্সা। চলমান মৌসুমে প্রথম থেকেই কোপা ডেল রে’তে কোচ আর্নেস্টো ভালভার্ডের কৌশল কিছুটা ভিন্ন। প্রায় সব ম্যাচেই তিনি মূল একাদশে তারকাদের বাইরে রেখেছেন। মেসি ও সার্জিও বসকুয়েটস এখন পর্যন্ত একটি ম্যাচও খেলেননি। লুইস সুয়ারেজ, ফিলিপ কুটিনহো ও জর্ড আলবা খেলছেন বদলি বেঞ্চ থেকে। ছয় মাসের ধারে বার্সিলোনায় যোগ দিয়েছেন বোয়েটেং। ৬৩ মিনিটে তার পরিবর্তে মাঠে নামেন সুয়ারেজ। তার আগে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও খুব একটা মন্দ করেননি জার্মান তারকা। ম্যাচ শুরুর সাড়ে তিন ঘণ্টা আগে এবারের ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় চুক্তির ঘোষণা দেয় বার্সিলোনা। আয়াক্স থেকে মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জংকে ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তারা দলে ভিড়িয়েছে। সেভিয়ার মাঠ রামোন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে দুটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। পাবলো সারাবিয়া ৫৮ মিনিটে গোল করে স্বাগতিক সেভিয়াকে এগিয়ে দেয়ার পর উইসাম বেন ইয়েডার ব্যবধান দ্বিগুণ করেন ৭৬ মিনিটে। ম্যাচ শেষে তৃপ্ত সেভিয়া কোচ পাবলো মাচিন বলেন, আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। তবে ব্যবধান আরও বাড়তে পারতো। বার্সিলোনার মাটিতে সবকিছুই সম্ভব। এর থেকেও বড় পরাজয় কাটিয়ে তারা জয় নিয়ে মাঠ ছেড়েছে। বেন ইয়েডার গোল করার পর জার্সি খুলে উদযাপন করেন। তার জার্সির নীচে আরেকটি টি শার্টে আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালার প্রতি শুভকামনা ছিল। নতুন ক্লাব কার্ডিফ সিটিতে যোগদানের উদ্দেশে দুইদিন আগে সালা ফরাসী ক্লাব নান্টেস থেকে বিমানে করে যাত্রা করেছিলেন। কিন্তু ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় বিমানটি নিখোঁজ হয়, যার কোন সন্ধান এখনও পাওয়া যায়নি। বেন ইয়েডারের টি শার্টে বন্ধুর উদ্দেশে লেখা ছিল, ‘এটা আমার ভাইয়ের জন্য, শক্ত থাক।’ অন্যদিকে হারের ব্যাখ্যা দিয়ে বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেন, প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ কমবেশি আমাদের হাতেই ছিল। কিন্তু সেভিয়া আমাদের চেয়ে সফল ছিল। একসময় ম্যাচটি তাদের নিয়ন্ত্রণে চলে যায়। এটা সত্যি যে আমি পরিবর্তন এনেছি দলে। মনে করেছিলাম সেটাই ভাল হবে। মেসিকে বিশ্রাম দেয়া নিয়ে অনুশোচনা নেই আমার। এটা আমার করতেই হতো। বোয়েটেংকে প্রথম একাদশে রাখা কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু আমাকে এটা নিতে হয়েছে। টানা চারবার শিরোপা জয়ের কারণেই কী এই আসরে একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন? এমন প্রশ্নের জবাবে বার্সা বস বলেন, এটা মনে হতে পারে যে আপনি যখন একটি শিরোপা অনেকবার জিতেন। তখন সেটির গুরুত্ব আপনি টের পান না। কিন্তু কথাটা ঠিক নয়।
×