ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১১০ মণ জাটকাসহ আটক ৩

প্রকাশিত: ০৬:৪৭, ২৫ জানুয়ারি ২০১৯

১১০ মণ জাটকাসহ আটক ৩

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৪ জানুয়ারি ॥ বৃহস্পতিবার সকালে র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্প, জেলা মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে সদর উপজেলার কূলপদ্দি চৌরাস্তা এবং কালকিনির মিয়ারহাট বাজার থেকে ১১০ মণ জাটকা উদ্ধার করে। এ সময় জাটকা ইলিশ বিক্রি ও সরবরাহ করার অপরাধে ৩ মৎস্য ব্যবসায়ীকে আটক করা হয়। এরা হলো আরিফ হোসেন, নাসির সরদার ও জামাল মাঝি। এদের সকলের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। আটককৃত মোঃ আরিফ হোসেন ও নাসির সরদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৫শ টাকা করা হয় অপরজন জামাল মাঝিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত জাটকাসমূহ বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু চবি সংবাদদাতা ॥ চবিতে শুরু হয়েছে চার দিনব্যপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন। ‘বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবেলার মাধ্যমে সুদৃঢ় ভবিষ্যত নির্মাণ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৪ থেকে ২৭ তারিখ পর্যন্ত চলবে এই সম্মেলন। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশ, মালেশিয়া, আফগানিস্তান, ভারত, নেপাল ও ইন্দোনেশিয়ার ৪৫টি প্রথিতযশা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৫০ শিক্ষার্থী ও ২৯ বিচারক। বৃহস্পতিবার বিকেলে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আমজাদ হোসেন রিয়াদের সভাপতিত্ব ও ইফফাত বিনতে ইফতেখারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব।
×