ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চোরাচালান রোধে ১৬ হাজার ভিআইপি পাস বাতিল ॥ বিমান প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:৪৫, ২৫ জানুয়ারি ২০১৯

চোরাচালান রোধে ১৬ হাজার ভিআইপি পাস বাতিল ॥ বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ২৪ জানুয়ারি ॥ মাধবপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী বিমানবন্দরে আস্থার সঙ্কট খোঁজে বের করে দুর্নীতি ও অনিয়ম দূর করতে চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে। ভিআইপি সুযোগ-সুবিধা নিয়ে কেউ যদি স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত হয় তাকে ছাড় দেয়া হবে না। ভিআইপি সুযোগ-সুবিধা নিয়ে যারা স্বর্ণ চোরাচালান করে তা রোধ করার জন্য প্রধানমন্ত্রীর সম্মতিতে ১৬ হাজার ভিআইপি পাস বাতিল করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম ৯৬ কিলোমিটার পর্যটন শিল্প ইতোমধ্যেই শিল্পের বিকাশে বেশকিছু প্রকল্প হাতে নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের গতি আনতে প্রয়োজনবোধে মন্ত্রণালয় অফিস বন্ধ করে বিমানবন্দরে পড়ে থাকব। তিনি বৃহস্পতিবার সকালে মাধবপুরে উপজেলা প্রশাসন উদ্যোগে প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে এর সভাপতিত্বে পরিষদের হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জে স্কুলছাত্র হত্যায় জড়িতদের ফাঁসি দাবি নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ, ২৪ জানুয়ারি ॥ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অপহরণের পর ১ম শ্রেণীর ছাত্র জুবায়ের হোসেন (৭) হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় জালশুকা সরকারী প্রাথমকি বিদ্যালয় সড়কে বিক্ষোভ মিছিলে জুবায়েরের পরিবার, গ্রামবাসী ও তার সহপাঠীরা অংশগ্রহণ করে। বিক্ষোভ মিছিলটি জালশুকা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, সাবেক সাটুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল আলম জুয়েল, সাটুরিয়া যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা এবং জুবায়েরের মামা আনোয়ার হোসেন।
×