ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী খুন

প্রকাশিত: ০৬:৪২, ২৫ জানুয়ারি ২০১৯

যশোরে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের শিল্প বাণিজ্য নগর নওয়াপাড়া নৌবন্দর ঘাটে এক ভাজা বিক্রেতার ছুরিকাঘাতে উপজেলার মশরহাটি গ্রামের ইব্রাহিম খাঁর ছেলে পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সদস্য জাহিদুল ইসলাম খাঁ (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা দেড়টায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলামের বড় ভাই ওহিদুল খাঁ জানান, বেলা দেড়টার সময় মশরহাটি এলাকায় জয়েন্ট ট্রেডিংয়ের ৩নং ঘাটে কাজ করার ফাঁকে ভাজা কিনে দাম পরিশোধের সময় ভাজার দামকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাজা বিক্রেতা তার কাছে থাকা একটি ছুরি দিয়ে জাহিদুল খাঁর বাম পাজরে আঘাত করে। এতে জাহিদুল খাঁ গুরুতর আহত হয়। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এলাকাবাসী খবর পেয়ে ভাজা বিক্রেতা ইমরান হোসেনকে আটক করে বেদম মারপিট করে পুলিশে সোপর্দ করেছে। তার বাড়ি নড়াইল জেলায়। সে ভাঙ্গাগেট এলাকায় বসবাস করে। পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মাদারীপুরে সাবেক মেম্বার নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, রাজৈর উপজেলার দক্ষিণ সীমান্তে জমিজমা সংক্রান্ত বিরোধে ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার যুধিষ্টির বসুকে (৫০) কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কদমবাড়ির ইউনিয়নের মৃধাবাড়ী গ্রামে। নিহত যুধিষ্টির বসু কদমবাড়ির মৃত প্রেমচাঁদ বসুর ছেলে। জানা গেছে, যুধিষ্টির বসু বুধবার বিকেলে একই ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে ধর্মীয় কবি গান শুনতে যায়। সেখান থেকে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে তড়িঘড়ি করে বাড়ির পাশে মুরগির খামার দেখতে বেরিয়ে যায়। এ সময় বাড়ির সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার ভোরে ঘুম ভেঙ্গে গেলে যুধিষ্টিরকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তার স্ত্রী ইতি বসু। পরে বাড়ির পাশে মুরগির খামারে যাওয়ার রাস্তার পাশে লাশ দেখতে পায়। হবিগঞ্জে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে হবিগঞ্জ সদর উপজেলাধীন গৌরাঙ্গ চক গ্রামের রোজিনা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূ শামীম মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, ওই রোজিনার সঙ্গে তার ভাসুর আবদুল ওয়াদুদ মিয়ার দীর্ঘদিন যাবত মনোমানিল্য চলছিল। ঘটনার আগে উভয়ের মাঝে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছিল। পুলিশের ধারণা, এরই জের ধরে হয়ত ভাসুর পক্ষাবলম্বনকারী লোকজন এই হত্যাকা- ঘটায়। গাজীপুরে গৃহবধূর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, অসুস্থ বাবাকে দেখতে আসা এক গৃহবধূর বস্তাবন্দী লাশ বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাবিনা আক্তার (৪২)। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী এলাকার মোঃ ইউসুফ আলীর স্ত্রী। সাবিনা একই জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া এলাকার মমতাজ উদ্দিন ফরাজীর মেয়ে। কাপাসিয়া থানা এসআই মেহেদী হাসান জানান, বাবার অসুস্থতার খবর পেয়ে গত রবিবার স্বামীর বাড়ি থেকে কাপাসিয়ায় বাবার বাড়ি আসেন দু’সন্তানের জননী সাবিনা। বুধবার বিকেল থেকে তিনি নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে স্বজনরা ময়লা ফেলতে বাড়ির পেছনে গিয়ে পরনের শাড়ি দিয়ে পা বাঁধা অবস্থায় প্লাস্টিকের বস্তায় বন্দী সাবিনার লাশ দেখতে পায়।
×