ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরগুনায় তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

প্রকাশিত: ০৬:৪১, ২৫ জানুয়ারি ২০১৯

বরগুনায় তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২৪ জানুয়ারি ॥ র‌্যালি, আলোচনা সভা, নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বরগুনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। বৃহস্পতিবার সকাল ১১টায় বরগুনার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কবি নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ শীর্ষক প্রকল্প এ সম্মেলনের আয়োজন করেছেন। জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও (অতি. সচিব) আবদুর রাজ্জাক ভূঞা। স্বাগত বক্তব্য রাখেন সচিব (উপসচিব) ও প্রকল্প পরিচালক আঃ রহিম। জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মারুফ হোসেন, পৌর মেয়র শাহদাত হোসেন প্রমুখ। বগুড়ায় সাইবার পুলিশের যাত্রা শুরু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় পুলিশের সাইবার ইউনিট বৃহস্পতিবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। পুলিশ সুপার কার্যালয়ে সাইবার পুলিশ বগুড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের ডিআইজি এম খুরশিদ আলম। পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, ওমানের প্রবাসী মেয়েটি দ্রুত পুলিশের এমন পদক্ষেপে বিস্মিত হয়েছিল। সাইবার ক্রাইম রোধে বগুড়ায় পুলিশের এই ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত ৩৭টি অভিযোগ এসেছে। এসব ঘটনার শিকার বেশির ভাগই কিশোরী ও তরুণী। অভিযোগগুলোর মধ্যে ১৯টি সাইবার পুলিশ নিষ্পত্তি করেছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনায় গত বছরের ২৫ নবেম্বর থেকে বগুড়ায় পুলিশের সাইবার ইউনিট গঠিত হয়।
×