ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ শিক্ষার্থীসহ আহত ৫০

প্রকাশিত: ০৬:৩৯, ২৫ জানুয়ারি ২০১৯

রূপগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ॥ শিক্ষার্থীসহ আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ২৪ জানুয়ারি ॥ বৃহস্পতিবার সকালে রূপগঞ্জের বরপা অন্তিম নিটিং এ্যান্ড ডাইং কারখানার শ্রমিকরা কারখানা বন্ধের নোটিস দেখে ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কে নামতে গেলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ৬ রাউন্ড টিয়ার সেল ও ২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পুলিশের লাঠিচার্জ ও টিয়ারসেলে কারখানার শ্রমিক ও আশপাশের তিনটি স্কুলের ছাত্রছাত্রীসহ ৫০ জন আহত হয়েছে। আহত শ্রমিক আমেনা, ফারজানা, আসলাম, কাউসার জানান, গত নবেম্বর-ডিসেম্বর মাসের বকেয়া বেতন জানুয়ারি মাসের ১০ তারিখে দেয়ার কথা ছিল। সে অনুযায়ী ১০ তারিখে শ্রমিকরা কারখানায় যান। পরে তারা কারখানার গেইটে কারখানা বন্ধের নোটিস দেখে উত্তেজিত হলে কর্তৃপক্ষ পুনরায় জানুয়ারি মাসের ২৪ তারিখে বেতন দেয়ার ঘোষণা দেন। মালিকপক্ষের ঘোষণা অনুযায়ী শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানার সামনে এসে গেটে তালা ঝুলানো দেখেন।
×