ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাতীয় পরিচয়পত্র ছাড়া যাত্রীদের টিকেট দেয়া হবে না ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৮, ২৫ জানুয়ারি ২০১৯

জাতীয় পরিচয়পত্র ছাড়া যাত্রীদের টিকেট দেয়া হবে না ॥ রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, এখন থেকে জাতীয় পরিচয়পত্র ছাড়া কোন যাত্রীকে রেলের টিকেট দেয়া হবে না। পাশর্^বর্তী দেশ ছাড়াও পৃথিবীর সবদেশেই এই নিয়মটি রয়েছে। তাই আমাদের দেশেও এটা বাধ্যতামূলক করা হচ্ছে। মন্ত্রী বলেন, পঞ্চগড়ের জন্য বরাদ্দকৃত টিকেট শুধু পঞ্চগড় জেলার মানুষের জন্য। এ টিকেট অন্য জেলার যাত্রীদের কাছে বিক্রি করা যাবে না। এক জেলার টিকেট অন্য জেলার যাত্রীদের কাছে বিক্রি করার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট স্টেশন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, জনগণকে হয়রানি করে দুর্নীতি হয় এমন ধরনের কোন ঘটনা বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলওয়ে কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ গিয়াস উদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের জেনারেল ম্যানেজার মিজানুর রহমানসহ রেল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
×