ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় সরকারী হাসপাতালে পানি নেই ৩১ দিন

প্রকাশিত: ০৬:৩৭, ২৫ জানুয়ারি ২০১৯

ভালুকায় সরকারী হাসপাতালে পানি নেই ৩১ দিন

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৪ জানুয়ারি ॥ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বহির্বিভাগ, জরুরী প্রসূতি বিভাগ, আবাসিক এলাকায় ৩১ দিন ধরে পানি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অবগত করার পরও তারা কোন ব্যবস্থা নেয়নি। জানা গেছে, অক্টোবর মাসে হাসপাতালের পানির মোটরটি নষ্ট হয়ে যাওয়ার পর ৬ দিন পুরো হাসপাতালে পানি সরবরাহ বন্ধ ছিল। বিভিন্ন সংবাদপত্রে সংবাদটি প্রকাশিত হওয়ার পর ময়মনসিংহ স্বাস্থ্য ও প্রকৌশল বিভাগ তড়িগড়ি করে একটি নতুন মোটর স্থাপন করে হাসপাতালের পানি সরবরাহ নিশ্চত করেন। পরে ২৪ ডিসেম্বর থেকে মোটর দিয়ে ময়লা পানি উঠতে থাকে। এরপর থেকে হাসপাতালের ট্রমা সেন্টারের নষ্ট মোটরটি মেরামত করে হাসপাতালের অন্তঃবিভাগ ও জরুরী বিভাগের সীমিত আকারে পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু হাসপাতালের বহির্বিভাগ, জরুরী প্রসূতি বিভাগ, আবাসিক এলাকায় পানি না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন চিকিৎসক, রোগী, আবাসিক এলাকায় বসবাসরত চিকিৎসক ও কর্মচারীদের পরিবারের লোকজন। তারা খাবার, গোসল, দৈনন্দিনের ব্যবহারের পানি মসজিদ ও আশপাশের চাপকল থেকে বালতি, কলসি, জগ ও বোতল দিয়ে নিয়ে যাচ্ছেন। বাইরে থেকে পানি এনে শৌচকর্ম অন্যান্য পরিচ্ছন্নতার কাজ সারছেন। হাসপাতালে জরুরী প্রসূতি বিভাগে পানি না থাকায় সিজারিয়ান অপারেশন, গর্ভবতী মায়ের প্রসব করার পর পানির জন্য ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন। রোগীর অভিভাবক ও আত্মীয় স্বজনরা বাইরে থেকে পানি এনে রোগীদের জরুরী পানির সমস্যা মেটাচ্ছেন। ময়মনসিংহ স্বাস্থ্য ও প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী দুলাল চন্দ্র সরকার জানান, ভালুকা হাসপাতালের পানি সমস্যা নিয়ে গত ৬/৭ দিন পূর্বে স্বাস্থ্য অধিদফতরকে জানানো হয়েছে।
×