ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জনবল দ্বিগুণ করা হবে ॥ মহাপরিচালক

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ জানুয়ারি ২০১৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জনবল দ্বিগুণ করা হবে ॥ মহাপরিচালক

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোঃ জামাল উদ্দীন আহমেদ বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জনবল শীঘ্রই দ্বিগুণ করা হবে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জনবল দ্বিগুণ করে মাদকমুক্ত দেশ গড়ে তোলা হবে। তিনি বৃহস্পতিবার খুলনা মহানগরীর সিএস এস আভা সেন্টারে মাদক অপরাধ দমনে আইনের প্রয়োগ এবং কর্মকৌশল ও সক্ষমতা বৃদ্ধি শীর্ষক ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রশিক্ষণ কোর্সে খুলনা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে কর্মরত উপ-পরিচালক, সহকারী পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, পরিদর্শক, উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক, ওয়্যারলেস অপারেটর ও সিপাইরা অংশগ্রহণ করেন। খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।
×