ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমিরাতে গেল যুদ্ধজাহাজ ধলেশ্বরী

প্রকাশিত: ০৬:৩৫, ২৫ জানুয়ারি ২০১৯

আমিরাতে গেল যুদ্ধজাহাজ ধলেশ্বরী

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনে (আইডিইএক্স) অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ ধলেশ্বরী বৃহস্পতিবার মংলা নৌঘাঁটি ত্যাগ করে। কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর এসএম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে জাহাজটিকে বিদায় জানান। এ সময় অন্যদের মধ্যে নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমণকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জাহাজটি ১৩ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আইডিইএক্স’র অত্যাধুনিক নৌ সমরাস্ত্র প্রদর্শনী ও আন্তর্জাতিক কনফারেন্সসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে। ১৮২ নৌ সদস্য নিয়ে মহড়ার উদ্দেশে যাত্রা করা বানৌজা ধলেশ্বরীর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন এম মহব্বত আলী। ওই মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের ১৩ দেশের নৌবাহিনীর জাহাজ, বিশ্বখ্যাত ১১০০ নৌ সমরাস্ত্র কোম্পানি, নৌ পর্যবেক্ষক ও নৌ সমর বিশারদসহ প্রায় এক লাখ দর্শনার্থী অংশগ্রহণ করবেন। -আইএসপিআর
×