ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দলীয় শ্রমিক সংগঠনগুলো শক্তিশালী করার অনুরোধ

প্রকাশিত: ০৬:৩২, ২৫ জানুয়ারি ২০১৯

দলীয় শ্রমিক সংগঠনগুলো শক্তিশালী করার অনুরোধ

স্টাফ রিপোর্টার ॥ বিটিসিএল শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন (সিবিএ) নিজ নিজ প্রতিষ্ঠানে দলীয় শ্রমিক সংগঠনগুলো শক্তিশালী করার অনুরোধ জানিয়েছে। গত মঙ্গলবার রাতে সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের জরুরী সভায় বলা হয়, গত কয়েক বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে বিটিসিএলসহ কয়েকটি প্রতিষ্ঠানে জাতীয় শ্রমিক লীগের সংগঠনকে শক্তিশালী না করে জামায়াত, বিএনপি, সুবিধাবাদী, অনুপ্রবেশকারী, হাইব্রিড, রেজিস্ট্রেশনবিহীন বিভিন্ন সমিতি ও সংগঠনের সভা সমাবেশে মন্ত্রী ও জাতীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এতে মুক্তিযুদ্ধের পক্ষের শ্রমিক সংগঠনগুলো দুর্বল হয়ে পড়ছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যালযে অনুষ্ঠিত সিবিএর বৈঠকে সভাপতিত্ব¡ করেন কেন্দ্রীয় সভাপতি শাহ্নেওয়াজ। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব এস.এম.এ মুকিত (হিরু), কেন্দ্রীয় নেতা ফারুক আহমেদ, মোঃ হানিফ উদ্দিন, রুহুল আমিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, মন্ত্রী ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠক করার পরই এইসব সমিতিতে থাকা জামায়াত, বিএনপি ও আইনের চোখে অপরাধী, সন্ত্রাসী, অনুপ্রবেশকারী, হাইব্রিড শ্রমিক নেতা নামধারীরা সন্ত্রাস ও চাঁদাবাজি শুরু করে। চাঁদাবাজির অর্থ দিয়ে এইসব সমিতির কথিত নেতারা জয়বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগ সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের নেতাদের নামে কুরুচিপূর্ণ অপপ্রচারে মেতে উঠে। তারাই বিটিসিএলে জাতীয় শ্রমিক লীগের অফিস দখল করে এই সংগঠনটি ধ্বংস করছে। এই সকল সমিতির জামায়াত-বিএনপি সমর্থিত নেতাদের কারণে বিটিসিএলের সিবিও ধ্বংসের দ্বারপ্রান্তে।
×