ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যাল

এক নার্সের স্বামীর সঙ্গে এক কর্মচারীর বচসা, উত্তেজনা

প্রকাশিত: ০৬:৩১, ২৫ জানুয়ারি ২০১৯

এক নার্সের স্বামীর সঙ্গে এক কর্মচারীর বচসা, উত্তেজনা

স্টাফ রিপোর্টার ॥ বছরের শুরুতেই একের পর এক উত্তেজনাকর পরিস্থিতিতে পড়ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বৃহস্পতিবার এক নার্সের স্বামীর সঙ্গে চতুর্থ শ্রেণীর এক কর্মচারীর বাগবিত-ার জেরে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার সৃষ্টি হয়। সকালে ওই ঘটনার পর মেডিক্যালের সি ব্লকের প্রধান ফটক বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়। ফলে রোগীদের নিয়ে ওঠানামা করতে ভোগান্তি পোহাতে হয় স্বজনদের। মাত্র দু’দিন আগে কয়েক গ্রুপ চিকিৎসকের আন্দোলনে ব্যাহত হয়েছিল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে জানা গেছে, হাসপাতালের এক নার্সের স্বামীর সঙ্গে চতুর্থ শ্রেণীর এক কর্মচারীর বাগবিত-া হলে সকালে দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জের ধরে নার্সরা একজোট হয়ে সেই কর্মচারীকে বরখাস্ত করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। তখন হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও সি ব্লকের ফটকে জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় সি ব্লকের প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। শাহবাগ থানার ওসি আবুল হাসান সাংবাদিকদের বলেন, স্বল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দু’পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে পুলিশ ও আনসার সদস্যরা তাদের সরিয়ে দিয়েছে। দু’পক্ষ তাদের দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। এদিকে, নানা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। ভিন্ন ভিন্ন দাবি নিয়ে কয়েক গ্রুপে বিভক্ত হয়ে আন্দোলনে চালিয়ে আসছেন চিকিৎসকরা। উচ্চশিক্ষা নিয়ে দ্বিধা বিভক্ত চিকিৎসকরা। আর নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছে আরেক দল চিকিৎসক। বৃহস্পতিবারও এসব সমস্যার সুরাহা হয়নি বলে জানা গেছে।
×