ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে মাইডাস এসএমই বাণিজ্য মেলা শুরু

প্রকাশিত: ০৬:৩০, ২৫ জানুয়ারি ২০১৯

রাজশাহীতে মাইডাস এসএমই বাণিজ্য মেলা শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নারী উদ্যোক্তাদের জন্য রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মাইডাস এসএমই ট্রেড ফেয়ার’। কানাডীয় সরকারের সহযোগিতায় বেসরকারী সংস্থা মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট এ্যাসিস্টেন্স এ্যান্ড সার্ভিসেস (মাইডাস) এর আয়োজন করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহী নগর ভবনের গ্রিন প্লাজায় মেলার উদ্বোধন করেন কানাডিয়ান হাইকমিশনার বেনওয়া প্রিফোনটাইন। এ সময় উপস্থিত ছিলেন মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী ও সমাজসেবী শাহীন আক্তার রেণী। মেলায় মাইডাস থেকে প্রশিক্ষিত নারী উদ্যোক্তাদের তৈরি নানা ধরনের পোশাক, জুতা, ব্যাগ, ঘর সাজানোর উপকরণ, কসমেটিক্স ও মুখরোচক খাবার প্রদর্শিত হচ্ছে। প্রায় শতাধিক স্টল এই মেলায় অংশ নিয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে। পিঠা ও রান্না মেলার উদ্বোধন ॥ এদিকে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পিঠা ও রান্না মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শাহমখদুম কলেজ মাঠে এ মেলার আয়োজন করা হয়। রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজিটি নাজনীনের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। মেলায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, এম্পেরিয়াম ভিশন ও প্রতীতির রান্নাঘরের সহযোগিতায় ১০টি স্টল স্থান পেয়েছে।
×