ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দ্বিতীয় আইটি ফেয়ার শুরু কাল

প্রকাশিত: ০৬:৩০, ২৫ জানুয়ারি ২০১৯

চট্টগ্রামে দ্বিতীয় আইটি ফেয়ার শুরু কাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগামীকাল শনিবার শুরু হচ্ছে দ্বিতীয় চিটাগাং আইটি ফেয়ার। চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মেলা উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। মেলায় প্রতিবেশী দেশ ভারতের দুটি সফটওয়্যার প্রতিষ্ঠানসহ ৩০টিরও বেশি প্রতিষ্ঠানের ৫৮টি স্টল থাকবে। চট্টগ্রাম চেম্বার সভাপতি জানান, যে মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে তা শিল্পসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের উন্নয়নে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নিয়মিত কার্যক্রমের অংশ। এ ভেনুতে ইতোমধ্যেই তিনটি এসএমই ফেয়ার সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। শীঘ্রই আয়োজন করা হবে লাইফ স্টাইল ফেয়ার। তিনি জানান, ২০১৭ সালে আয়োজিত প্রথম আইটি ফেয়ারে ব্যাপক সাড়া পাওয়ায় দ্বিতীয়বারের মতো এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রদর্শনী চলাকালে ব্যবসা বাণিজ্য ও আইসিটি খাতের প্রসারে বিষয়ভিত্তিক একাধিক সেমিনার ও কর্মশালা থাকবে। তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনসম্পদ তৈরি এবং এ বিষয়ে তরুণ উদ্যোক্তাদের আগ্রহী করতেই চেম্বারের এই উদ্যোগ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, অঞ্জন শেখর দাশ, রকিবুর রহমান টুটুল, সোসাইটি অব চট্টগ্রাম আইটি প্রফেশনালের সভাপতি আবদুল্লাহ ফরিদ ও মহাসচিব সাইফুল ইসলাম মাহিম। শনিবার শুরু হওয়া এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
×