ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদের বিষয়ে সিটি ব্যাংকের ব্যাখ্যা

প্রকাশিত: ০৬:২৯, ২৫ জানুয়ারি ২০১৯

প্রকাশিত সংবাদের বিষয়ে সিটি ব্যাংকের ব্যাখ্যা

দৈনিক জনকণ্ঠ গত ২০ জানুয়ারি, প্রকাশিত সংবাদ যার শিরোনাম ‘অর্ধশত কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সিটি ব্যাংকের এমডি সোহেলের পদত্যাগ’- আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে সিটি ব্যাংক একটি ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যায় বলা হয়েছে, আমাদের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন সম্প্রতি স্বেচ্ছায় এ ব্যাংক থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্রটি ব্যাংকের পরিচালনা পর্ষদে গত ১৬ জানুয়ারি গৃহীত হয়েছে এবং আমাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক এখন ব্যাংকটির দায়িত্বে রয়েছেন। সোহেল হুসেইনের পদত্যাগের বিষয়ে আমাদের ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ইতোমধ্যে কিছু পত্রিকায় স্পষ্ট বিবৃতি দিয়েছেন যে, সোহেল হুসেইন সম্পূর্ণত নিজের ইচ্ছায় তার মেয়াদ পূরণের ৯ মাস আগে ব্যাংক ছেড়েছেন। তার এই পদত্যাগের পেছনে কোনভাবেই কোন অনিয়মের অভিযোগ ছিল না। এটি ছিল তার একান্ত ব্যক্তিগত ইচ্ছা এবং পরিচালনা পর্ষদের কোনরকম চাপ থেকে উদ্ভূত কোন বাস্তবতা নয়। আমরা আমাদের চেয়ারম্যানের সে কথারই পুনরাবৃত্তি করে এখানে বলতে চাই যে, সোহেল হুসেইন সিটি ব্যাংকে গত ১২ বছর যাবত উচ্চপদে কর্মরত ছিলেন, তিনি এ ব্যাংকটির ২০০৭ সাল থেকে শুরু হওয়া ‘পুনর্গঠনে’ বড় ভূমিকা রেখেছিলেন এবং আমাদের জ্ঞানত তার বিরুদ্ধে কোন আর্থিক অনিয়ম বা দুর্নীতির অভিযোগ কিংবা প্রমাণ আমরা কখনও পাইনি। আপনাদেরটিসহ কিছু পত্রিকায় যে সকল অনিয়মের কথা বলা হচ্ছে তা বাংলাদেশ ব্যাংকের নিয়মিত অডিটে পাওয়া কিছু মন্তব্য থেকে উৎসারিত বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস করি, এখানে আপনারা যে সকল তথ্য বা টাকার অঙ্কের কথা উল্লেখ করেছেন তার সঙ্গে বাস্তবের যোগাযোগ নেই কিংবা আপনাদের প্রতিবেদনে এই বিষয়টি বাংলাদেশ ব্যাংকের সামগ্রিক অডিট প্রতিবেদন থেকে বিচ্ছিন্নভাবে প্রসঙ্গবহির্ভূত হয়ে উত্থাপিত হয়েছে। -বিজ্ঞপ্তি
×