ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ অংশ নিচ্ছে ভোগ্যপণ্যের প্রদর্শনী এ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্টে

প্রকাশিত: ০৬:২৮, ২৫ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ অংশ নিচ্ছে ভোগ্যপণ্যের প্রদর্শনী এ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্টে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ অংশ নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের প্রদর্শনী এ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্টে। আগামী ৮-১২ ফেব্রুয়ারি এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ্যাম্বিয়েন্তে ফ্রাঙ্কফুর্ট বিশ্বের সবচেয়ে বড় এবং পরিচিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ভোগ্যপণ্য সামগ্রীর জন্য। ডাইনিং, গিভিং, লিভিং, এবং সোর্সিং এর পণ্যের বাজারে অত্যন্ত সুস্পষ্ট কাঠামোর এই প্রদর্শনীর লক্ষ্য সবসময়েই ক্রেতাকে সর্বোৎকৃষ্ট পণ্য নির্বাচনে সাহায্য করা। গত তিন দশক ধরে বাংলাদেশ অংশ নিচ্ছে এ্যাম্বিয়েন্তে প্রদর্শনীতে এবং এই প্রদর্শনীর সাহায্যে পাট এবং পাটজাত পণ্য, হস্তশিল্প জাতীয় পণ্যের গুণগতমান উন্নয়নও হয়েছে অনেক। এই প্রদর্শনীতে ভারতের পরেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অংশগ্রহণকারী দেশ একটি বিশাল পণ্যের সমাহার নিয়ে। শাইন পুকুর, মুন্নু সিরামিক, ফার সিরামিক আছে হল ৫.১ এ (ডাইনিং), এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে হল ১০.৩, ১০.১, ১০.২, ১০.৪, ৯.৩ (গিভিং এবং লিভিং)। গতবছর এ্যাম্বিয়েন্তের প্রদর্শনীতে ৪৪৪১ জনেরও বেশি প্রদর্শক এবং ১৩৬,৪০০ জনেরও বেশি ক্রেতা অংশ নেন। জার্মানি ছাড়াও সবচেয়ে বেশি দর্শনার্থী আসে যে ১০টি দেশ থেকে তারা হলো, চীন, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড, সাউথ কোরিয়া, দা নেদারল্যান্ডস, তুরস্ক, এবং যুক্তরাষ্ট্র। এছাড়াও চীন, হংকং, তাইওয়ান, ভিয়েতনাম থেকে দর্শনার্থী আসা যেমন বেড়েছে, তেমনি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং দক্ষিণ আমেরিকার কিছু দেশ, যেমন ব্রাজিল, উরুগুয়ে এবং আর্জেন্টিনা থেকেও যোগ দিয়েছে অনেক দর্শক। বাংলাদেশ থেকে ৩৪ জন প্রদর্শক এবারে অংশ নিচ্ছেন এবং প্রদর্শনী করছেন তাদের পণ্য। ‘এক্সপোর্ট প্রমোশন ব্যুরো’ হস্তশিল্পজাতীয় পণ্য, ঘর সাজানোর জিনিস, এবং রান্নাঘরের সামগ্রীর রফতানি বাড়ানোর জন্য বিশ্বের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের এই প্রদর্শনীতে ভর্তুকি দিয়ে স্টল বরাদ্দ করছে শুধুমাত্র ছোট এবং মাঝারি রফতানিকারকদের সুবিধার্থে।
×