ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘শাট ডাউন শেষ না হওয়া পর্যন্ত স্টেট অব দ্য ইউনিয়ন নয়’

প্রকাশিত: ০৬:২৩, ২৫ জানুয়ারি ২০১৯

‘শাট ডাউন শেষ না হওয়া পর্যন্ত স্টেট অব দ্য ইউনিয়ন নয়’

শাট ডাউন নিয়ে সৃষ্ট জটিলতায় পিছিয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক বক্তৃতা। এর কারণে বার্ষিক বক্তৃতা স্থগিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টেট অব দ্য ইউনিয়ন হিসেবে পরিচিত এই বক্তব্য শাট ডাউন-এর অবসান না হওয়া পর্যন্ত তিনি স্থগিত করেছেন। বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বক্তব্যের একটি খসড়া প্রস্তাব প্রত্যাহার করে নেন স্পীকার ন্যান্সি পেলেসি। যেখানে শুরুতে সরকারী খরচের অর্থ ছাড়ের প্রস্তাব করা হয়। ওই প্রস্তাব প্রত্যাহার হওয়ায় শাট ডাউন অবসানের কোন লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। -সিএনএন শাট ডাউনের কারণে ২২ ডিসেম্বর থেকে দেশটির ৮ লাখ সরকারী চাকরিজীবী বেতন পাচ্ছেন না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় কর্মচারীদের অনেকেই অস্থায়ী চাকরি করেন। যে কারণে তাদের কাজ এখন বন্ধ ঘোষণা করতে হবে। অথবা তাদের মজুরি ছাড়াই কাজ করতে হবে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫.৭ বিলিয়ন ডলার অর্থ চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা আইনসভার নিম্নকক্ষে সেই প্রস্তাব আটকে যায়। এরপর থেকেই শাট ডাউনের সূচনা হয়। যা ইতোমধ্যে ৩৪ দিন ছাড়িয়ে গেছে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী শাট ডাউনের পরিচিতি পেয়েছে। স্পীকার পলেসি বলেন, দয়া করে প্রস্তাব গ্রহণ করুন, যাতে আমরা সরকারী কার্যক্রম শুরু করতে পারি এবং রাষ্ট্রের কর্মচারীদের বেতন দিতে পারি। এরপর আমাদের মতপার্থক্য নিয়ে আলোচনা হতে পারে। তবে এমন প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করেছে। এমনকি হোয়াইট হাউস বা অন্য কোন জায়গায় বক্তব্যের প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন। প্রতিনিধি পরিষদে স্পীকার যুক্তরাষ্ট্রের তৃতীয় ক্ষমতাধর রাজনীতিবিদ, তিনি ট্রাম্পকে ২৯ জানুয়ারি এই বক্তব্যের প্রস্তাব দেন। যার সম্ভাব্য তারিখ ২৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। স্পীকারের প্রস্তাবের জবাবে ট্রাম্প বলেন, শাট ডাউন এখনও চলছে। ন্যান্সি পলেসি আমাকে স্টেট অব ইউনিয়নে বক্তব্য দেয়ার কথা বলেছেন। আমি রাজি আছি। শাট ডাউনের কারণে পরে সেই মনোভাব পরিবর্তন করে নতুন দিনক্ষণ নির্ধারণ করতে বলেছে। এটি তার বিশেষ ক্ষমতা। আমি তখনই বক্তব্য দেব যখন শাট ডাউনের অবসান হবে।
×