ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিমানবন্দরে বাতিল হচ্ছে ১৬ হাজার ভিআইপি পাস

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ জানুয়ারি ২০১৯

বিমানবন্দরে বাতিল হচ্ছে ১৬ হাজার ভিআইপি পাস

জনকণ্ঠ ডেস্ক ॥ স্বর্ণ চোরাচালান রোধে বিমানবন্দরে ১৬ হাজার ভিআইপি পাস বাতিলের বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী। বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। খবর ওয়েবসাইটের। প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরে অনিয়ম-দুর্নীতি রোধে চ্যালেঞ্জ নেয়া হয়েছে। ভিআইপি সুযোগ-সুবিধা নিয়ে যদি কেউ স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত হয় তাকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রীর সম্মতিতে ১৬ হাজার ভিআইপি পাস বাতিলের পদক্ষেপ নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিকা দে’র সভাপতিত্বে পরিষদের হল রুমে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মোঃ মতিউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন, ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া আক্তার হেলেন প্রমুখ।
×