ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘পাণ্ডুলিপি থেকে পুস্তক’ প্রকাশনা অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ জানুয়ারি ২০১৯

‘পাণ্ডুলিপি থেকে পুস্তক’ প্রকাশনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ এক ডজন বই প্রকাশনার মধ্য দিয়ে যাত্রা শুরু করল এম কে পাবলিকেশন ফোরাম। বৃহস্পতিবার ধানমণ্ডি লেকসংলগ্ন সাম্পান রেস্তরাঁয় ‘পাণ্ডুলিপি থেকে পুস্তক’ শীর্ষক এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একসঙ্গে ১২টি গ্রন্থে এ প্রকাশনা অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরীর সভাতিত্বে উপস্থিত ছিলেন কবি নির্মলেন্দু গুণ, কবি আনিসুল হক, রামেন্দু মজুমদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন এম কে পাবলিকেশনের প্রকাশক এম কে দত্ত, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মালবিকা দাশগুপ্তা। প্রতিষ্ঠানটি চার লেখকের ১২টি বই প্রকাশ করেছে। প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে এম কে দত্তের বটুলিনাম টক্সিনের প্রায়োগিক কৌশলের ওপর চিকিৎসা বিজ্ঞানের বইসহ নয়টি বই। এছাড়াও রয়েছে, তাহমিদ আশরাফের ওলটপালট, সুজিত চৌধুরীর জার্মান বাংলাদেশ ভাবনা ও বিনেন্দ ভৌমিকের মৌমিতাকে লিখা পদ্য। মালবিকা দাশগুপ্তা জানান, তাদের প্রকাশনা প্রতিষ্ঠানটি মাত্রই যাত্রা শুরু করেন। আগামীতে আরও ভাল প্রকাশনা নিয়ে তারা পাঠকের সামনে হাজির হবেন। বইমেলাতেও তারা আগামীতে অংশ নেবেন বলে জানান।
×