ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে গুজব ছড়ানোয় যুবক গ্রেফতার

প্রকাশিত: ০৫:৫৭, ২৫ জানুয়ারি ২০১৯

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে গুজব ছড়ানোয় যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানোর সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার র‌্যাব-১০ এর সিপিসি (অপরাধ প্রতিরোধ দল)-১ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ আশরাফুল হকের নেতৃত্বে একটি দল ঢাকার সূত্রাপুরে অভিযান চালায়। অভিযানে বংশাল পুকুরপাড়ের বাংলা বাজার খান প্লাজা মার্কেটের তৃতীয় তলার ডেল্টা পাবলিক এ্যান্ড সন্স বইয়ের দোকান থেকে গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ডসহ মোহাম্মদ আলীকে (২৮) গ্রেফতার করা হয়। তার ফেসবুক এ্যাকাউন্ট থেকে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও একাদশ জাতীয় সংসদ নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিমূলক বিভিন্ন পোস্ট দেয়ার তথ্য মিলে। এছাড়া তার ফেসবুক থেকে মন্ত্রী, রাজনীতিবিদ ও বিভিন্ন রাজনৈতিদক দল সম্পর্কে বিভ্রান্তিমূলক, গুজব, ছড়ানোর তথ্য মিলেছে। সে পরিকল্পিতভাবে দেশ-বিদেশে সরকার ও রাজনৈতিক দলের জনপ্রিয়তাকে শূন্যের কোঠায় আনতে এমন অপপ্রচার চালিয়ে আসছিল। রুবেলের পিতার নাম মৃত মুজিবুল হক। মায়ের নাম রহিমা বেগম। বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়া গ্রামে।
×