ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিমলা উপজেলা নির্বাচনে এমপির স্বজনরা প্রার্থী হতে চান

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ জানুয়ারি ২০১৯

ডিমলা উপজেলা নির্বাচনে এমপির স্বজনরা প্রার্থী হতে চান

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দলীয় পদ, সব সুযোগ-সুবিধাপ্রাপ্তি, নিয়োগ বাণিজ্য, হাটবাজার কবজা, অবৈধ দখল, গরু ব্যবসাসহ সবকিছুর নিয়ন্ত্রক এক পরিবার। আওয়ামী লীগের নেতাকর্মী ও ভুক্তভোগী ব্যক্তিদের অনেক অভিযোগ তুললেও নাম প্রকাশের ব্যাপারে তাদের মধ্যে ভীতি আছে। তারা বললেন, একটি পরিবারিক দাপটের কারণে মাঠ থেকে উঠে আসা নেতাদের দমিয়ে রাখা হচ্ছে। সব নিয়ন্ত্রণ যেন একটি পরিবার নিতে চায়। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের ডিমলা উপজেলার আওয়ামী লীগের সভাপতি টানা দ্বিতীয়বারের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। উপজেলাটি বড়ই অনগ্রসর। আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে ওই উপজেলায় এখন সরগম। উপজেলা চেয়ারম্যান পদে নৌকার মাঝি হতে অনেক ত্যাগী নেতা প্রার্থী হতে চান। উপজেলার চারদিকে প্রচারে নেমেছে সাংসদের আপন মেয়ে জামাই কামরুল ইসলাম, ভাতিজা ফেরদৌস পারভেজ, ছোট বোনের স্বামী মোজাম্মেল হক, চাচাতো ভাই আনোয়ারুল হক সরকার। এ নিয়ে দলের নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে চরম ক্ষোভের বহির্প্রকাশ। এদের মধ্যে এমপির বড় মেয়ে জামাই কামরুল ও চাচাতো ভাই আনোয়ারুল হক সরকারের পক্ষে পোস্টার সাঁটানো হয়েছে বিভিন্ন স্থানে। এমপির পরিবারের মধ্যেও উপজেলা চেয়ারম্যান প্রার্থীর জোট লেগেছে। উপজেলা চেয়ারম্যান পদে দলের প্রার্থী ঠিক করতে আজ শুক্রবার বিকেলে সেখানে উপজেলা আওয়ামী লীগের পক্ষে বর্ধিত সভার আহ্বান করা হয়েছে। এই সভা ঘিরে ওই একটি পরিবার নিয়ে রয়েছে চরম ক্ষোভ। দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী তিনজনের নাম প্রেরণ করতে বলা হয়েছে। উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি এমপি পরিবারের বাহিরে উপজেলা চেয়ারম্যান পদে দলের প্রার্থী দিতে হবে।
×